মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
অনলাইন ডেক্স: নাটোরের বড়াইগ্রামে বৈদ্যুতিক খুঁটি বেয়ে কবুতর ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন তারেক বাবু (১৯) নামের এক যুবক।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার বনলতা রিফ্যাক্টরি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
ফ্যাক্টরির সিকিউরিটি গার্ড শাহাব উদ্দিন জানান, রাত ২টার দিকে ফ্যাক্টরির উত্তর পাশের বৈদ্যুতিক লাইনের তারে একটি কবুতর বসে থাকতে দেখে খুঁটি বেয়ে উপরে ওঠে তার সহকর্মী গার্ড তারেক। কিন্তু ৩৩ হাজার ভোল্টেজের ওই লাইনের কাছাকাছি যেতেই সে বিদ্যুতায়িত হয়। এরপর বিকট শব্দের পর নীচে আছড়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায় তারেক। এ সময় কবুতরটিও মারা যায়।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক জাহিদ হোসেন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কবুতরটি ধরতে লোহার রড ব্যবহার করে উপরে উঠলে সিকিউরিটি গার্ড তারেক এ দুর্ঘটনার শিকার হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।