শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: পবিত্র আশুরা উপলক্ষ্যে শোকাবহ কারবালার স্মরণে মিছিল বের করেছে চট্টগ্রামের শিয়া সম্প্রদায়। এ সময় তারা শোকাবহ কারবালার নানা ঘটনাবলির প্রতীকী চিত্র তুলে ধরেন।
মঙ্গলবার (৯ আগস্ট) বিকেল ৫ টার দিকে নগরের পাহাড়তলী আমবাগান বিহারি কলোনি এলাকা থেকে কারবালার মর্মান্তিক শোকের স্মরণে এ মিছিল বের করা হয়।
এতে অংশ নেয় শত শত নারী-পুরুষসহ শিশু-কিশোররা। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরআগে সকালে নগরের সদরঘাট ইমাম বাড়ি থেকে শোক মিছিল বের করে শিয়া সম্প্রদায়। এতে নেতৃত্ব দেন মাওলানা আমজাদ হোসেন। এ সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
মিছিলটি কালীবাড়ী মোড়, নিউমার্কেট মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইমাম বাড়িতে ফিরে যায়। সেখানে দিনব্যাপী শিয়াদের চিরায়ত ঐতিহ্য অনুযায়ী আচার-অনুষ্ঠান, আলোচনা আর প্রার্থনা হচ্ছে।