বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর পৌর যুবলীগের পূর্ণাঙ্গ ৯ টি ওয়ার্ড কমিটি ঘোষণা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা পৌর আওয়ামী যুবলীগের কার্যালয় কমিটি ঘোষণা করা হয়।
এই সময় উপজেলা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র মো.হেমায়েত উদ্দিন হিমু। উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম মনু মিয়া,পৌর যুবলীগের যুগ্ম আহব্বায়ক জামাল শিকদার, উপস্থিতিতে উজিরপুর পৌর ওয়ার্ড কমিটি অনুমোদিত হয়। উজিরপুর পৌর ১নং ওয়ার্ড – সভাপতি” জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক” অঞ্জন বিশ্বাস সাংগঠনিক সম্পাদক “শ্রী কৃষ্ণ মিস্ত্রী ,পৌর, ২নং ওয়ার্ড- সভাপতি” মো.জাহাঙ্গীর ফরাজী” সাধারন সম্পাদক” মো.সেলিম হাওলাদার , সাংগঠনিক সম্পাদক” তাপস দেবনাথ” পৌর ৩নং ওয়ার্ড – সভাপতি” মো.কবির হোসেন,সাধারন সম্পাদক” কৃষ্ণ কান্ত দত্ত, সাংগঠনিক সম্পাদক”অজিত দত্ত,পৌর ৪নং ওয়ার্ড – সভাপতি”নজরুল ইসলাম মামুন, সাধারন সম্পাদক” আরিফ হোসেন মৃধা,সাংগঠনিক সম্পাদক” সুশীল চন্দ্র বিশ্বাস,পৌর ৫নং ওয়ার্ড – সভাপতি” মনিরুল আলম বিপ্লব, সাধারন সম্পাদক” মো.সবুজ শেখ,সাংগঠনিক সম্পাদক”রানা মোল্লা, পৌর ৬নং ওয়ার্ড – সভাপতি” নাজমুল ইসলাম (মুন্না), সাধারন সম্পাদক” কৃষ্ণ দাস, সাংগঠনিক সম্পাদক”সুমন খলিফা,পৌর ৭ নং ওয়ার্ড – সভাপতি”মো.মহসিন সিকদার, সাধারন সম্পাদক, বিশ্ব দাস,সাংগঠনিক সম্পাদক”আলী আকবর,পৌর ৮নং ওয়ার্ড – সভাপতি” মো.কবির হাওলাদার , সাধারন সম্পাদক” মো.মামুন রাড়ী, সাংগঠনিক সম্পাদক” মো.রিয়াজ মাহমুদ,পৌর ৯ নং ওয়ার্ড সভাপতি” মো. রুবেল রাড়ী , সাধারন সম্পাদক” মো.মাহাবুব ঢালী, সাংগঠনিক সম্পাদক”মো.ইব্রাহীম ঘারামি প্রমুখ।