রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন
বলছি অবাক বাংলাদেশ গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশনের হাতে গড়া বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দলের কথা।নিজেদের উদ্যোগে একদল হার না মানা তরুনদের সমন্বয়ে বাংলাদেশ ডিজেবল ক্রিকেট দল রয়েছে দেশে। এদিক ওদিক থেকে ধারদেনা করে দেশ-বিদেশ ঘুরে দেশের হয়ে খেলে যাচ্ছে দলটি। শুধু খেলেই যাচ্ছে না, বাংলাদেশের নামটি উজ্জ্বল করছে বিশ্ব দরবারে।
ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতে আন্তর্জাতিক ডিজেবল ক্রিকেটের ইতিহাসের অভিষেক টেস্ট ম্যাচে ইতিহাস রচনা করেছে বাংলার ছেলেরা। অবাক বাংলাদেশ গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন নামক একটি সেচ্ছাসেবী ফাউন্ডেশনের ব্যানারে ঋন করে, সেই ঋনের অর্থে ভারত সফরে গিয়ে দেশের জন্য বিরাট এই সুনাম বয়ে নিয়ে এসেছে শারিরীক প্রতিবন্ধী বাংলার এই সাহসী ছেলেরা। ৯০০ কোটি টাকার মালিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হয়তো জানেই না তাদের এই সংগ্রামের গল্প! তাদের এই অনন্য অর্জনের গল্প।
ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট ইতিহাসের ঐতিহাসিক প্রথম টেস্ট ম্যাচ মাঠে গড়িয়েছে ভারতের হায়দ্রাবাদের লাল বাহাদুর ক্রিকেট গ্রাউন্ডে।ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট ইতিহাসের প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচে স্বাগতিক ভারতকে ইনিংস ও ১০ রানের ব্যবধানে পরাজিত করে ইতিহাস গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এই টিমের অলরাউন্ডার আলম বরিশালের সন্তান। বরিশালের পেশকারবাড়ি আলমের বাসা। ছোটবেলা থেকেই আলম ক্রিকেট খুব ভালো খেলে। আজ বাংলাদেশ ফ্যিজিক্যাল ক্রিকেট টিমে খেলে বরিশালের সবারব কাছে আলম এক সুপরিচিত নাম।ক্রাইমসীন পত্রিকার প্রকাশক নাজমুল হুদা রাজু বলেন আমি আলমের সফলতা কামনা করি। আলমদের টিম বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে।