রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াকাটা সৈকতে কম্বল মোঁড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার।। বনে অবমুক্ত কলাপাড়ায় স্বর্ন ব্যবয়াসীর বাড়িতে ডাকাতি, ২৫ ভরি স্বর্নলংকার সহ টাকা লুট বাউফলে নিখোঁজ হওয়া এক কিশোরীর ৩দিন পর মরদেহ উদ্ধার শ্রমিক দলের প্রধান সমন্নয়ক শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় পটুয়াখালী শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা  প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান কলােপাড়ায় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে স্থবিরতা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ ভ‚মিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানী থেকে প্রতিকার পেতে সাংবাদিক সম্মেলন কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কলাপাড়ায় ভাগনি জামাতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন
ভোলায় পালিয়ে আসা শিশুদের হস্তান্তর! সমাজসেবা কর্মকর্তার মহানুভাবতা।

ভোলায় পালিয়ে আসা শিশুদের হস্তান্তর! সমাজসেবা কর্মকর্তার মহানুভাবতা।

Sharing is caring!

বিশেষ প্রতিনিধি: ভোলা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ – পরিচালক নজরুল ইসলামের তত্ত্বাবধায়নে মোঃ ইয়াছিন(০৯) মোঃ রোমান(১১) নামক ২টি শিশুকে তার পরিবারের নিকট হস্তান্তর করেন এবং ব্যক্তি ফান্ড থেকে যাওয়া আসা খরচ বহান করে, মহানুভাবতার দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। আজ দুপুর ২টায় অফিস চলাকালীন সময়ে বরিশাল জেলার স্থায়ী বাসীন্দা তাদের পিতা কামাল হোসেন ও দুলাল হোসেন নিকট সাংবাদিকদের উপস্থিতে অনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। অভিভাবকগন এ উদারতা ও মহানুভবতা দেখে আবেগ আপ্লুত হয়ে মায়া কান্নায় জড়িয়ে তাদের সন্তানকে বুকে টেনে নেন, সাথে সাথে জেলা সমাজ উপ-পরিচালক নজরুল ইসলাম জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়ার আকুতি-মিনতি করেন।

এসময় সাংবাদিকদের উদ্দেশ্য করে অভিভাবক দুলাল ও মোঃ কামাল জানান, সমাজসেবা অফিসার নজরুল ইসলাম একটা ভালো মনের মানুষ, দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল। নুরুল ইসলাম স্যার তাহার ব্যক্তিগত তত্ত্বাবধায়নে আমাদের এলাকার চেয়ারম্যান ও আরমান এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের সন্তানদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য খবর পৌঁছান।। নজরুল ইসলাম স্যারের এ মহানুভবতা দেখে আমরা সত্যিই অভিভূত, আমরা স্যারের জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি।। বেশ কয়েকজন সুবিধা ভোগীর আজ গণমাধ্যমকে জানান , অফিসার নজরুল ইসলাম ইতিপূর্বে বিভিন্ন ধরনের সমাজ কল্যাণ মূলক কাজ করেছেন যথেষ্ঠ আন্তরিকতার সহকারে।

বিশেষ করে ভোলা জেলা উপ- পরিচালকের দায়িত্ব পাওয়ার পর থেকেই ভোলা জেলার সমাজসেবা অফিসের, উপজেলা পর্যায়সহ প্রতিটি অধীনস্থ অফিসের লেগেছে পরিবর্তনের ছোয়া।। পালিয়ে আসার কারণ সম্পর্কে পালিয়ে শিশুদের কাছে জানতে চাইলে তারা জানান, তারা যে মাদ্রাসায় পড়তো সেই মাদ্রাসায় অমানবিক নির্যাতন করতেন, শিক্ষাব্যবস্থায় অত্যন্ত কঠোর তার কারণে পালিয়ে আসতে বাধ্য হন।

বিষয়টি নিয়ে উপ- পরিচালক নজরুল ইসলাম সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি শুধুমাত্র সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে আমার দায়িত্ব উপর একনিষ্ঠ। এ ছাড়া আমি আমার উধ্ধতন কর্তৃপক্ষের আদেশের উপর শ্রদ্ধাশীল হয়ে, আমার দায়িত্বের প্রতি আমি সর্বোসময় নিয়োজিত রয়েছি, সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন আপনারাও আমাকে সর্বোসময় সহযোগিতা করবেন।। উল্ল্যখ, পালিয়ে আসা ২ শিশুকে গতকাল ভোলা থানা পুলিশ আটক করে, প্রবেশন অফিসার Mehir Paik কে জানায়। প্রবেশন অফিসার ও জেলার সমাজ সেবা অফিসের উপ- পরিচালক তত্ত্বাবধায়নে, ভোলা থানা থেকে ফাতেমা খানম সরকারি শিশু পরিবারে থাকার ব্যবস্থা করেন।।। অতঃপর আজ ভোলা জেলা গ্রাম গোবিন্দপুর উপজেলা মেহেন্দিগঞ্জ জেলাঃ বরিশাল পিতা মাতার নিকট হস্তান্তর করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD