সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত বরিশালে ৩৫ সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাপাড়ায় দ্বিতীয় দিনের মতো চলছে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি কলাপাড়ায় প্রকল্প অবহিকরন সভা বরিশালে রিকশা শ্রমিকদের নিয়ে ধানের শীষের ব্যতিক্রমী প্রচারণা বরিশালে চাকরি পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকদের অবস্থান, বিক্ষোভ বিপ্লব ও সংহতি দিবসে মহসিন সিকদারের নেতৃত্বে র‍্যালী সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের বক্তব্যে বরগুনায় আইনজীবীদের প্রতিবাদ সাংবাদিক পেশার নাম ব্যবহার করে বরিশালে ভয়ংকর অপরাধ করে যাচ্ছে আরিফ বাউফলে উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত নারীকে কু/পি/য়ে জখম, শ্লীলতাহানির অভিযোগ গর্ভবতী গরু জবাই ও মাংস বিক্রির দায়ে কসাইকে অর্থদণ্ড ও কারাদন্ড কলাপাড়া জাটকায় সয়লাব।। অভিযান শুধু সড়কে সংখা দিয়ে নয়, মানসম্মত শিক্ষাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত ….এবিএম মোশাররফ হোসেন ভোট যেন না হয় সে ষড়যন্ত্র চলছে : সরোয়ার
গ্রেফতার রাসেল-শামীমা, যা জানালেন র‍্যাব কমান্ডার

গ্রেফতার রাসেল-শামীমা, যা জানালেন র‍্যাব কমান্ডার

Sharing is caring!

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা, সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে র‍্যাব। ইতোমধ্যে তাদের দুজনকেই র‍্যাব সদর দফতরে নেয়া হয়েছে। তাদের গ্রেফতারের বিষয়ে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে র‍্যাব সদর দফতরে নেয়া হয়েছে। এই মুহূর্তে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান র‍্যাব কমান্ডার। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় তাদের থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি। তার বাসা থেকে ব্যবসা সংক্রান্ত কিছু কাগজপত্র পাওয়া গেছে বলে জানানো হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আবার অভিযান চালানো হতে পারে বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে র‍্যাব কমান্ডার জানান, প্রতারণা ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত গুলশান থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব কমান্ডার বলেন, জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে আগামীকাল সকালে একটি ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে রাসেলের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশও করেছেন গ্রাহকরা।

এর আগে, গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে গুলশান থানায় আরিফ বাকের নামের এক ভুক্তভোগী মামলার আবেদন করেন ইভ্যালির বিরুদ্ধে সকালে মামলাটি রুজু হয় বলে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান।

মামলার আবেদনে ভুক্তভোগী জানান, গেলো জুন মাসে কয়েক দফায় পণ্যের কার্যাদেশ দিয়ে সব মূল্য পরিশোধ করা হয়। সাত থেকে ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও তিন মাসেও তা দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে ইভ্যালি অফিসে কয়েকবার যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা দুর্ব্যবহার করেন বলেও আবেদনে অভিযোগ করেন ভুক্তভোগী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD