শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। একই সময় বিভাগে ৮৫৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮৬ জনের। শনাক্তের হার ১০ দশমিক শূন্য ৫ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনা ও করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ৭৭০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৮৮ জনের। শনাক্তের হার ছিল ১১ দশমিক ৪৩ শতাংশ। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় মারা যাওয়া তিনজনের দুজন বরগুনার ও একজন ভোলার বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ২৬, ভোলায় ৩৩, পটুয়াখালীতে ১০, পিরোজপুরে ও বরগুনায় ৬ জন করে এবং ঝালকাঠিতে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে শনাক্তের হার ১০ দশমিক শূন্য ৫ শতাংশ। এ নিয়ে বিভাগে করোনায় ৬৬১ জন মারা গেছেন। এ পর্যন্ত বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ৯৪৬ জন মারা গেছেন।