বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে…. বিএনপি নেতা মোশাররফ হোসেন
বরিশালে অবৈধ স্পিড বোট বন্ধ করার জন্য, বি আই ডব্লিউ টিএ, এর চিঠি।

বরিশালে অবৈধ স্পিড বোট বন্ধ করার জন্য, বি আই ডব্লিউ টিএ, এর চিঠি।

Sharing is caring!

বরিশালে অবৈধ স্পিড বোট চলাচল বন্ধের নির্দেশ দিলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। গত,২২/২৩ তারিখে বরিশালের অনলাইন ও স্থানীয় পত্রিকায়, বরিশালে বি আই ডব্লিউ টিএ এর ঘাট দখল করে, সাবেক ঘাট ইজারাদারের চাঁদাবাজী। শিরোনামে সংবাদ প্রকাশের পড়, গত সোমবার ২৩/৮/২০২১ তারিখে বিষয়টি বি আই ডব্লিউ টিএ, এর যুগ্ম -পরিচালক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কে জানালে তাৎক্ষণিক, ২৩/৮/২০২১ তারিখে, সাহেবের হাট বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ এর বরাবর লিখিত চিঠি দেয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন(নৌ-রুট পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারন) বিধিমালা -২০১৯এর১(২)ও(৪)নং এবং দি ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স-১৯৭৬এর ৩৩ ও ৫৪ নং ধারা অনুযায়ী লাহারহাট লঞ্চঘাট থেকে ভোলাসহ বিভিন্ন নৌ-পথে অবৈধভাবে চলাচলকারী স্পিড বোট ও ট্রলার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

উপযুক্ত বিষয়,বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন(নৌ-রুট পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারন) বিধিমালা -২০১৯এর১(২)ও(৪)নং এবং দি ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স-১৯৭৬এর ৩৩ ও ৫৪ নং ধারা অনুযায়ী বি আই ডব্লিউ টিএ ‘র রুট পারমিট এবং নৌ- পরিবহন অধিদপ্তরের রেজিষ্ট্রেশন ও সার্ভে সনদ ব্যতীত অভ্যান্তরীণ নৌ-পথে কোনো ধরনের যাত্রীবাহি নৌ-যানের চলাচল ও যাত্রী পরিবহন করা বেআইনি। সরেজমিন ঘুরে দেখা যায়,লাহারহাট লঞ্চঘাট থেকে চলাচল করে। ভোলাসহ বিভিন্ন নৌ-পথে অবৈধভাবে প্রতিদিন কর্তৃপক্ষের অনুমোদিত সময়সূচি বিহীন ১৫-২০ টি স্পিড বোট ও ট্রলার চলাচল করে থাকে। এই সকল অবৈধ স্পিড বোট ও ট্রলার সমূহকে আইনের আওতায় আনার জন্য উপরোক্ত সূত্রের আলোকে কর্তৃপক্ষ কর্তৃক একখানা পরিপত্র জারী করা হয়েছে। সে মোতাবেক নৌ-পরিবহন অধিদপ্তর কর্তৃক সার্ভে, রেজিষ্ট্রেশন (ফিটনেস) সনদ সংগ্রহ পূর্বক বি আই ডব্লিউ টিএ, থেকে সময়সূচি গ্রহণ করে বৈধভাবে চলাচলের নির্দেশনা রয়েছে। উল্লেখ্য এই সকল অবৈধ স্পিড বোট ও ট্রলার চলাচলে যে কোনো সময় যাত্রী সাধারণের জানমালের ক্ষয়ক্ষতি সাধনসহ দুর্ঘটনা ঘটার আশংঙ্কা দেখা দিয়েছে। লাহার হাট লঞ্চঘাটে স্পিড বোট মালিক সমিতি নামে একটি সমিতির মাধ্যমে বর্তমানে ১৫-২০ টি স্পিড বোট চলাচল করে থাকে। এই স্পিড বোট চলাচলের নামে মনগড়া সিরিয়াল দেওয়ার মাধ্যমে উক্ত সমিতি বিভিন্ন স্পিড বোট মালিকের নিকট হতে প্রতিটি স্পিড বোটের বিপরীতে বিপুল অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এধরণের সমিতির কর্তৃপক্ষের কোন অনুমোদন নাই বা কোনো আইনগত ভিত্তি নাই। ফলে সমিতির লোকজন যেভাবে বিধি বহির্ভূতভাবে স্পিড বোট পরিচালনা করছে এতে অত্র কর্তৃপক্ষের মনোনীত ঘাট ইজারাদারের ঘাট পরিচালনা করতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তা ছাড়া ভোলা হতে আগত স্পিড বোট সমূহের সিরিয়াল দেওয়ার নামেও ঘাটে সমিতির অরাজগতা সৃষ্টি করছে বলেও অভিযোগ রয়েছে। বর্নিত অবস্থায়, ঘাটের শৃঙ্খলা ফিরিয়ে আনান জন্য এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য লাহারহাট লঞ্চঘাট থেকে যাতে কোনো অবৈধ স্পিড বোট বা ট্রলারে যাত্রী পারাপার করতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য, জেলা প্রশাসন, বরিশাল। পুলিশ সুপার, বরিশাল।

অধিনায়ক, রযাব-৮ বরিশাল। পরিচালক, নৌ -নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যাবস্থপনা বিভাগ, বি আই ডব্লিউ টিএ, ঢাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা, বরিশাল সদর বরিশাল। ও সমম্বয় কর্মকর্তা, চেয়ারম্যান দপ্তর, বি আই ডব্লিউ টিএ, ঢাকা। বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এবিষয়ে স্থানীয়রা বলেন, শুধু লাহারহাট লঞ্চঘাটের স্পিড বোট বন্ধ করলেই সমস্যা সমাধান হবে না, চরবাড়িয়া ইউনিয়ন তালতলী বাজার ব্রিজসহ বরিশালের বিভিন্ন স্থানে একাধিক স্পিড বোট চলাচল করে থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তাদের স্পিড বোট চলাচলের জন্য পারমিট আছে (দশটা) চালায় একশোরও বেশি ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD