শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
বরিশালে আবারো ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় বিভাগে ২ হাজার ৯৯২ জনের নমুনা পরীক্ষায় ৮৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। যা শনাক্তের সংখ্যার দিক থেকে নতুন রেকর্ড।
এছাড়াও ২৪ ঘন্টায় সোমবার সকাল পর্যন্ত বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১২জন। মারা যাওয়া ১২ জনের ৩ জন করোনা পজেটিভ হয়ে বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলায় মারা যান। এ ছাড়া ৯ জন মারা যান উপসর্গ নিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশনে।
উপসর্গ নিয়ে মারা যাওয়া নতুন ৯ নিয়ে এই হাসপাতালে এ পর্যন্ত উপসর্গে মারা যান ৬৬৯ জন। এর আগের ২৪ ঘণ্টায় রোববার সকাল পর্যন্ত শনাক্তের এই সংখ্যা ছিল ৬০০ এবং করোনায় ও উপসর্গ নিয়ে মরা যান ১৩ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন শনাক্ত হওয়া ৮৯১ জনের মধ্যে বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ৪০৯ জন নিয়ে মোট ১১ হাজার ৩৯৪ জন, পটুয়াখালী জেলায় নতুন ১২৩ জন নিয়ে মোট ৩ হাজার ৩২৯ জন, ভোলা জেলায় নতুন ৬২ জনসহ মোট ২ হাজার ৬৪৮ জন, পিরোজপুর জেলায় নতুন ১৪০ জনসহ মোট ৩ হাজার ৭০৪ জন, বরগুনা জেলায় নতুন ৬৬ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ২৯২ জন ও ঝালকাঠি জেলায় নতুন ৯১ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা ৩ হাজার ৪১১। এ নিয়ে বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৭৭৮।