মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
করোনা সংক্রামন বেড়ে যাওয়ায় বরিশালে করোনা হেল্প সেন্টার চালু করেছে মহানগর বিএনপি। সোমবার সকাল ১১টায় নগরের সদররোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগীতায় করোনা হেল্প সেন্টার চালু করা হয়।
হেল্প সেন্টারের উদ্ধোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। প্রাথমিক পর্যায়ে দশটি অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ডসেনিটাইজার, মাক্স, ঔষধসহ বিভিন্ন সরঞ্জামাধি নিয়ে করোনা রোগীদের সেবা কার্যক্রম শুরু করেছে দলটি। হেল্প সেন্টার উদ্বোধন কালে এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, বর্তমান আমলাতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করতে গিয়ে আজ দেশের জন প্রতিনিধিদের কোন মূল্য দিচ্ছে না।
এই সরকার গণতান্ত্রিক নয় বলেই আজ রাষ্ট্রযন্ত্র ধারা দেশ পরিচালিত হচ্ছে। আমরা দেশে জবাব দিহীতামূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে চাই। তিনি বলেন, করোনা মোকাবেলার নামে স্বাস্থ্যখাতে কোটি কোটি টাকার দূর্নীতি কথা সরকার যানার পরও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা। এসময় তিনি করোনাকালীন সময়ে দেশের সকল জনগনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে করোনা পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান। এসময় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, মহানগর বিএনপি সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলু, মহানগর বিএনপি যুগ্ম সাধারাœ সম্পাদক সৈয়দ আকবর হোসেন পাঠান, যুগ্ম সহ-সাধারন সম্পাদক আনায়ারুল হক তারিন, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ প্রমুখ।
পরে দলীয় ও বিভিন্ন অঙ্গ সংগঠন কর্মীদের মাঝে মাক্স, হ্যান্ড সেনিটাইজার ও বিভিন্ন ঔষধ বিতরন করা হয়। একই সাথে বিএনপি’র দলীয় কার্যালয়ে করোনায় সহয়তা, ভ্যাকসিন প্রদানের লক্ষে রেজিষ্ট্রেশনে সহযোগিতা প্রদানের লক্ষে হেল্প সেন্টার কার্যক্রম চালু করা হয়েছে। এবিষয়ে মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্ধোধন করা হলেও ইতি মধ্যে আমরা মহানগরীর বিভিন্নস্থানে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা সহ করোনা রোগীদের পাশে দাড়িয়েছি। পাশাপাশি করোনা সংক্রামন ঠেকাতে মানুষকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করছি।