শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে হাতে গোনা কয়েকজন আকাঙ্খিত পারফর্মারের মধ্যে অন্যতম শুভাগত হোম চৌধুরী। জাতীয় লিগ, ঢাকা লিগ কিংবা বিপিএল- যেকোনো টুর্নামেন্টেই তিনি সেরাদের একজন থাকেন। এই পারফর্মেন্স দেখিয়ে বেশ কয়েকবার জাতীয় দলে সুযোগ পেয়েও জায়গা পাকা করতে পারেননি। তাকে নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। এরপর গত দুই বছর ধরে তিনি জাতীয় দলের ধারেকাছেও নেই।
৩২ বছর বয়সী অল-রাউন্ডার শুভাগত হোম জাতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১১ সালে! ২০১৬ সালে খেলেছেন সর্বশেষ টেস্ট এবং টি-টোয়েন্টি। অথচ বিপিএলের তার গতকালের ইনিংসটা দেখুন। ঢাকা ডায়নামাইটসের হয়ে এমন এক টর্নোডো ইনিংস খেললেন, যার সামনে ম্লান হয়ে গেলেন ক্যারিবীয় হার্ডহিটার আন্দ্রে রাসেল। রাসেল যেখান ১৪ বলে করেন ১৪ রান; ঠিক ১৪ বল খেলেই শুভাগত ৫ চার ও ২ ছক্কায় করেন ৩৮ রান! স্ট্রাইক রেট চোখ কপালে তোলার মতো – ২৭১.৪২! যা বাংলাদেশের হয়ে বিপিএলে একটা রেকর্ডও বটে।
২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত এই শুভাগত ৮ টেস্ট খেলেছেন। সেই সময়ের টিম ম্যানেজমেন্ট তাকে বিবেচনা করেছে বোলিং অল-রাউন্ডার হিসেবে। কিন্তু শুভাগত বারবার নিজেকে দাবি করেছেন ব্যাটিং অল-রাউন্ডার হিসেবে। তার কথা কেউ শোনেনি। উপরন্তু একবার তাকে দেশের ‘সেরা অফ স্পিনার’ও বলেছিলেন তখনকার নির্বাচকেরা! প্রশ্ন হলো, শুভাগতকে কি সঠিকভাবে ব্যবহার করা হয়েছিল? শুভাগত এখন আর এসব নিয়ে মাথা ঘামাতে চান না; কিন্তু প্রশ্নটা কিন্তু রয়েই গেল।