বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
নির্যাতিত ত্যাগীরাই আগামীতে নেতৃত্বের দাবীদার ।। নেছার উদ্দিন জাফর বাউফলে ঘাতক ট্রলি আবারও কেড়ে নিলো একটি তাজা প্রান, চালক আটক সভাপতি জাহিদ রিপন, সম্পাদক আকাশ।।  মহিপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন কুয়াকাটায় ধরা পড়ল বিরল প্রজাতির ‘গিনি “অ্যাঞ্জেল ফিশ মহিপুরে জেলে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত কক্সবাজারের হত্যা মামলার আসামি কলাপাড়ায় গ্রেফতার কলাপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা কুয়াকাটার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা চেষ্টার অন্যতম আসামি গ্রেপ্তার মহিপুরে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমান আদালতের হানায় পাইপ বিনষ্ট, জরিমানা ৫০ হাজার টাকা স্বৈরাচারের দোসরদের স্থান স্বেচ্ছাসেবক দলে হবেনা ।। নেছার উদ্দিন জাফর বগা ফেরিতে চলছে বকশিসের নামে চাঁদাবাজি,ভোগান্তিতে পরিবহন চালক কলাপাড়ায় আন্তর্জাতিক ‘নীলাকাশের জন্য নির্মল বায়ু’ দিবস উদযাপন রায়পাশা কড়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত কলাপাড়ায় মিথ্যা মামলা প্রত্যাহার’র দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
বরিশালে ডায়রিয়ার প্রকোপ, নেপথ্যে দূষিত পানি

বরিশালে ডায়রিয়ার প্রকোপ, নেপথ্যে দূষিত পানি

Sharing is caring!

বরিশাল বিভাগে ১৮ দিনে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ১১৪। সব থেকে বেশি আক্রান্ত দ্বীপ জেলা ভোলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪২১। পটুয়াখালীতে আক্রান্ত ৬ হাজার ৭৩৭, পিরোজপুরে ৩ হাজার ৭৫০, বরগুনায় ৪ হাজার ৩৫৩ এবং ঝালকাঠিতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৯৮। বরিশাল বিভাগে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।

দিনে দিনে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এতে খোদ স্বাস্থ্য বিভাগ উদ্বিগ্ন। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বরিশালে এর আগে এমন ডায়রিয়ার প্রকোপ দেখা যায়নি। পান্তা কিংবা শরবতে দূষিত পানি ব্যবহারের কারণেই এই রোগ ছড়িয়ে পড়ছে বলে তাদের মত। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস নিউজবাংলাকে বলেন, ‘হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছি আমরা। শহরের মানুষ তেমন আক্রান্ত না হলেও, বেশি আক্রান্ত হচ্ছে উপকূল ও গ্রামাঞ্চলের মানুষ।’ তিনি বলেন, মার্চ ও এপ্রিল মাসে প্রচণ্ড গরম পড়ে।

গরমে একটু আরাম পেতে গ্রাম ও উপকূলের মানুষ সাধারণত প্রচুর পান্তা খেয়ে থাকে। ফুটানো কিংবা চাপকলের বিশুদ্ধ পানি দিয়ে পান্তা তৈরি করলে কোনো সমস্যা হতো না। কিন্তু গ্রামের গৃহবধূরা পান্তা তৈরিতে সুপেয় পানি ব্যবহার করেন না। তারা পুকুর বা ডোবার দূষিত পানি ঢেলে দেন ভাতে। এই দূষিত পানিই ডায়রিয়ার প্রধান কারণ হিসেবে শনাক্ত করা গেছে। স্বাস্থ্য পরিচালক আরও বলেন, ‘ডায়রিয়ার প্রাদুর্ভাবের আরেকটি কারণ আমরা লক্ষ করেছি। সেটা হলো, গরমের হাত থেকে স্বস্তি লাভ করতে অনেকে রাস্তার পাশে শরবত কিংবা বরফ দেয়া আখের রস পান করেন। শরবত বা বরফ তৈরিতে ব্যবহার করা হচ্ছে নদী বা খালের দূষিত পানি। মূলত যে বরফ মাছ সংরক্ষণের জন্য তৈরি করা হয়, সেই বরফই রাস্তার পাশের ওই শরবতে ব্যবহার করা হয়। তা পান করে অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

বাসুদেব কুমার দাস জানান, বরিশাল বিভাগে ১৮ দিনে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ১১৪। সব থেকে বেশি আক্রান্ত দ্বীপ জেলা ভোলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪২১। পটুয়াখালীতে আক্রান্ত ৬ হাজার ৭৩৭, পিরোজপুরে ৩ হাজার ৭৫০, বরগুনায় ৪ হাজার ৩৫৩ এবং ঝালকাঠিতে আক্রান্ত ২ হাজার ৯৯৮ জন।

আক্রান্তদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্য বিভাগের বরিশালের এই কর্মকর্তা। তিনি বলেন, মানুষ একটু সচেতন হলেই পানিবাহিত এই রোগ প্রতিরোধ সম্ভব। পান্তা খেতে মানা নেই। তবে তা তৈরি করতে হবে বিশুদ্ধ পানি দিয়ে। আর কেউ ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে স্যালাইন খেতে হবে। পাশাপাশি স্বাভাবিক খাবারও খেতে হবে। পরিস্থিতি খারাপের দিকে গেলে রোগীকে অবশ্যই হাসপাতালে নিতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD