শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।। মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক প্রকাশিত “১০০ কৃষি প্রযুক্তি এটলাস” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ ম রেজাউল করিম, এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী; বেগম মতিয়া চৌধুরী, সাবেক কৃষিমন্ত্রী ও সভাপতি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি; মোঃ মেসবাহুল ইসলাম, সিনিয়র সচিব, কৃষি মন্ত্রণালয়। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভাগীয় কমিশনারগণ, জেলা প্রশাসকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুর রাজ্জাক, মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে পটুয়াখালী প্রান্তে উপস্থিত ছিলেন মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী; মােহাম্মদ মইনুল হাসান পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী; ডা. মােঃ আনােয়ার হােসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা; হৃদয়েশ্বর দত্ত, উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি, পটুয়াখালী; মােহাম্মদ ইদ্রিছ আলী হাওলাদার, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, পটুয়াখালী; মােঃ লিয়াকত আলী, সহকারী খাদ্য নিয়ন্ত্রক, পটুয়াখালী।