মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষে বিভাগ ও জেলায় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দকে দায়িত্ব প্রদান করা হয়। এতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদারকে দ্বীপ জেলা ভোলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়া হয়। গতকাল বুধবার (৩ই ফেব্রুয়ারী) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দায়িত্বভারের এ তালিকা প্রকাশ করা হয়। এদিকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদারকে ভোলা জেলার দায়িত্ব দেয়ায় দ্বীপ জেলা ভোলার আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা তাদের ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্যদিকে, আবুল কালাম আজাদ হাওলাদার এমন দায়িত্ব পেয়ে বলেন, সংগঠনের পরিচ্ছন্ন, সৎ, ত্যাগী, আদর্শবান নেতা-কর্মী এবং সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-কে আদর্শ সংগঠন হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। উল্লেখ্য, তিনি দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী হাওলাদার পরিবারের কৃতি সন্তান।