শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
কুয়াকাটা পৌর নির্বাচনে জগ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ আনোয়ার হাওলাদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ৩ শ’ ৩৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আঃ বারেক মোল্লা পেয়েছেন ২ হাজার ৬ শ’ ৮৪ ভোট। ভোটকেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসারদের স্বাক্ষরিত ফলাফল সিট থেকে এসব তথ্য জানা গেছে।
কুয়াকাটা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা সোমবার বিকেল ৫টায় জানিয়েছেন, পৌরসভায় মোট ভোটার ছিল ৮ হাজার ১শ’২২। এদিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পৌর নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী আ: বারেক মোল্লাকে হটিয়ে স্বতন্ত্র প্রার্থী মো: আনোয়ার হাওলাদার বিজয় লাভ করায় য় হৈচৈ পরে গেছে। সাধারন ভোটারদের ক্ষোভের বিষ্ফোরন ঘটেছে এ পৌরভোটে বলে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ জানিয়েছেন।
কুয়াকাটা ট্যুর ম্যানেজমেন্টের (কুটুম) চেয়ারম্যান নাসির উদ্দিন বিপ্লব বলেন, আ’লীগের মেয়র প্রার্থী পর্যটন কেন্দ্রে গত ৪ বছরে দৃশ্যমান কোন উন্নয়ন ঘটাতে পারেনি। ব্যবসায়ীরা নানাভাবে হয়রানীর শিকার হয়েছেন। কুয়াকাটায় বাস স্টান্ড নেই।
মাস্টার প্লান বাস্তবায়নে কোন উদ্যোগ ছিল না। বরং খাস জমি দখলে মেয়র বারেকের স্বজনরা জড়িত ছিল। এসব কারনে কুয়াকাটা পৌরবাসীর ক্ষোভের বিস্ফোরন ঘটেছে এই ভোটে।
কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক শেখ ইসহাক আলী বলেন, আ’লীগের একাংশ মেয়র বারেকের সমর্থন করেনি। তারা স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়েছেন। বিএনপির ভোটও স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন। যেকারনে ভোটের ফল নৌকার পক্ষে হয়নি।
কুয়াকাটা ইনভেস্টর ফোরামের মুখপাত্র হানরুল ইকবাল বলেন, পর্যটক বান্ধব কুয়াকাটা বিনির্মানে ব্যার্থ হয়েছেন সাবেক মেয়র। এখানকার ভোটারার পরিবর্তনের শ্লোগান নিয়ে মাঠে ছিলেন বলেই স্বতন্ত্র প্রার্থী বিজয় লাভ করেছেন।