শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন আলহাজ্ব জসিম উদ্দিন মৃধা। সোমবার জোহর নামাজ বাদ স্থানীয় সিনিয়র মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে নামাজের জানাজা শেষে এতিমখানা মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে করোনা রোগে আক্রান্ত হয়ে কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন মৃধা রবিবার দিবাগত রাত ১০টায় ঢাকার বি এস এম এম ইউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা, দুই পুত্র, আত্নীয়-স্বজন সহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশারেফ হোসেন সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ মুনির হোসেন স্বাক্ষরিত এক শোক বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আলহাজ্ব জসিম উদ্দিন মৃধা কলাপাড়া বিএনপিকে সুসংগঠিত করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত সহ শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন।