বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সভাপতি জাহিদ রিপন, সম্পাদক আকাশ।।  মহিপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন কুয়াকাটায় ধরা পড়ল বিরল প্রজাতির ‘গিনি “অ্যাঞ্জেল ফিশ মহিপুরে জেলে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত কক্সবাজারের হত্যা মামলার আসামি কলাপাড়ায় গ্রেফতার কলাপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা কুয়াকাটার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা চেষ্টার অন্যতম আসামি গ্রেপ্তার মহিপুরে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমান আদালতের হানায় পাইপ বিনষ্ট, জরিমানা ৫০ হাজার টাকা স্বৈরাচারের দোসরদের স্থান স্বেচ্ছাসেবক দলে হবেনা ।। নেছার উদ্দিন জাফর বগা ফেরিতে চলছে বকশিসের নামে চাঁদাবাজি,ভোগান্তিতে পরিবহন চালক কলাপাড়ায় আন্তর্জাতিক ‘নীলাকাশের জন্য নির্মল বায়ু’ দিবস উদযাপন রায়পাশা কড়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত কলাপাড়ায় মিথ্যা মামলা প্রত্যাহার’র দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কলাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষন ও হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ৮ দফা দাবিতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন
পটুয়াখালীর হাজীখালীতে সরকারি বন বিভাগের গাছ কর্তন।

পটুয়াখালীর হাজীখালীতে সরকারি বন বিভাগের গাছ কর্তন।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলাধীন মাদারবুনিয়া ইউনিয়নের হাজীখালী বাজার সংলগ্ন মোঃ হাবিব তালুকদারের ছমিল থেকে বনবিভাগের সরকারী শিশু গাছের ৯ পিচ গাছ জব্দ করেন পটুয়াখালী বন বিভাগ কর্মকর্তারা।

ঘটনাটি ঘটে অদ্য ৯ ডিসেম্বর সকাল আনুমানিক ১১.৪৫ মিনিটের সময় হাজীখালী বাজার সংলগ্ন হাবিব তালুকদারের ছমিল থেকে।  এসময় জব্দ তালিকায় দেখাযায় প্রায় ৪০ কেপি গাছ পাওয়া যায় ।

স্থানীয়সূত্রে ও সরেজমিন অনুসন্ধানে গেলে  জনৈক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান , আলমগির হাওলাদার এই এলাকার জামাই বলে কথা, তিনি সরকারি  বনবিভাগের অনুমতি ছাড়াই গত ৮ ডিসেম্বর দিনের বেলায়  এই গাছ কাটে ফেলেন বলে জানায় স্থানীয়রা।

এছাড়াও যানাযায়  বনবিভাগের (কথিত) অসাধু কর্মকর্তার সহযোগীতায় এ ধরনের বেআইনি কার্যকলাপ পূর্বেও  একই ধরনের কাজ করেছেন বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা এমনটা নজীর রয়েছে।

এব্যপারে আলমগীর  হাওলাদার কাছে জানতে  চাইলে তিনি বলেন,আমি  সভাপতির সাথে আলোচনা করেই গাছ কর্তন করেছি। এবং তিনি আরো বলেন, আমার নিজ সার্থে নয় এলাকার সার্থে কাজটি করেছি। তার কাছে পূনরায় জানতে চাইলে আপনি সরকারী গাছ কেটেছেন এটা ঠীক করেছেন কিনা?  প্রশ্নের জবাবে তিনি বলেন,হয়ত ভুল হয়েছে।এছাড়াও বিভিন্ন প্রশ্নের জবাব এড়িয়ে ঘটনাস্থল থেকে চলে যান তিনি।

এবিষয় বন বিভাগের বনপ্রহরী নং ৭৩ গাজী আব্দুল মান্নান মিয়া বলেন,আমি সরেজমিনে গেলে হাবিব তাং ছমিলের ভিতরে সরকারি বন বিভাগের গাছ জব্দ করি। এবং জানতে পারি উক্ত ৯ পিস গাছ কেটেছে আলমগীর হাওলাদার সহ আরো ৪-৫ জন। এরা পূর্বেও বন বিভাগের পটুয়াখালী রেইন্স মাহাবুবকে সাথে নিয়েই বিক্রি  করে  খাচ্ছে। আমি জব্দকৃত গাছ পটুয়াখালীতে নিয়ে আসি। এছাড়াও মামলার বিষয় জানতে  চাইলে তিনি  জানায়,আলমগীর সহ আরো চার পাঁচ জন সহ গাছ কাটার মামলা ইতিমধ্যে প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান  তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD