বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি । পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন কমিটির উন্নয়ন ও সমন্বয়-সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার দরবার হলে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে পঞ্চবার্ষিক পরিকল্পনা উন্নয়ন কমিটির সদস্যরা এতে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন কমিটির সদস্য সচিব উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খাঁন সভাকে জানান, পঞ্চবার্ষিক(২০১৯-২০ থেকে ২০২৩-২৪) এবং বার্ষিক পরিকল্পনা ও প্রতিবেদন মিড টার্ম এবং ফাইনাল রিভিউ মিটিং ১২ নভেম্বর সম্পন্ন হয়েছে যার চূড়ান্ত অনুমোদনের জন্য অত্র সভায় প্রস্তাব করেন তিনি। এবং বিস্তারিত আলোচনা শেষে সকলের সম্মতিক্রমে চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিশেষে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদান করায় পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রনয়ণ কমিটি সহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গকে ধন্যবাদ জ্ঞাপন করেন।