সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। ফুলেল শুভেচ্ছা ও স্থানীয় নেতাকর্মীদের ভালাবাসায় সিক্ত হলেন পটুয়াখালীর কলাপাড়ার কৃতি সন্তান কেন্দ্রীয় যুবলীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ। কেন্দ্রীয় যুবলীগের সংগঠনিক সম্পাদক হওয়ার পর তিনি বুধবার দুপুরে ঢাকা থেকে নিজ জন্মভূমি কলাপাড়ায় আসেন। তার সফরসংঙ্গী ছিলেন উপজেলার আরো তিন কৃতি সন্তান কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিকাশ হাওলদার, এম.নয়া মিয়া নয়ন ও সাবের হোসেন। তাদের আগমন উপলক্ষে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে বিশাল এক শোডাউন দিয়ে অভ্যার্থনা জনান যুবলীগ নেতাকর্মীরা। পরে স্থানীয় আওয়ামীলীগ কার্য্যালয়ে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সেখানে সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম, বরগুনা জেলা যুবলীগের সাধারন সম্পাদক মো.সাবু। সভা শেষে যুবলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ উপজেলার ধুলাসার ইউনিয়নের তার নিজ গ্রামের বাড়ি যাওয়ার পথে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার, মহিপুর ও কুয়াকাটা যুবলীগ নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় মহিপুর থানা যুবলীগের আহবায়ক এ এম মিজানুর রহমান বুলেট, আমতলী যুবলীগের জি এম হাসান, কলাপাড়া পৌর যুবলীগ সহ সভাপতি শেখ মো. যুবরাজ, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মিঠু, কুয়াকাটা যুবলীগ আহবায়ক ইসাহক শেখ, কলাপাড়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পদক খালিদ খাঁন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।