শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি।। ভোলায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ভোলা ১ আসনের সংসদ সদস্য আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদের পক্ষ থেকে ২৬ টি পূজা মন্ডপ ও ২টি কালী মন্দিরে এই অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শহরের গাজীপুর রোডের তোফায়েল আহমেদের বাস ভবনে এই অনুদান প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। এসময় তিনি বলেন, এবছর করোনা মহামারির কথা মাথায় রেখে অনুষ্ঠান উৎযাপন করতে হবে। প্রত্যেককে অবশ্যই মাস্ক পরিধান করে প্রতিমা দর্শনে বের হতে হবে। সচেতন থাকলেই এ মহামারি থেকে রক্ষা পাওয়া সম্ভব। এসময় অনুষ্ঠানে উপসস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকীব, জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ। অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক অসীম সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ধ্রুব হাওলাদার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত ঘোষ প্রমুখ।