রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি।। “নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে” ভোলায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অক্টোবর-২০২০ অনুষ্ঠিত।
আজ ১৭-১০-২০২০ ইং তারিখে ভোলা সদর থানাধীন পৌরসভা-০১নং ওয়ার্ডের ০১নং বিট কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ভোলা প্রেসক্লাবের সভাপতি জনাব হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও ডিআইও-১ জেলা বিশেষ শাখা, ভোলার সঞ্চালনায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অক্টোবর-২০২০ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার ভোলা।
এসময় তিনি বলেন, জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার এবং গনসচেতনতা সৃষ্টির লক্ষে এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান । তিনি বলেন দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সুপার দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে থেকে জনগণের পুলিশ হয়ে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন। তিনি বলেন ধর্মীয় ও পারিবারিক শিক্ষা এবং সামাজিক নৈতিকতা সৃষ্ঠির মাধ্যমে এ ধরনের ঘৃণ্য অপরাধ সমাজ থেকে দূরীকরণ সম্ভব।
সভায় অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, জেলা বাস মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম ,জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিতাব অপু, ভোলা মডেল থানার ওসি মো.এনায়েত হোসেন, কাউন্সিলর মঞ্জুরুল আলম ও জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক সহ বিট এলাকার নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।