শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধিঃ বরগুনার সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া গ্রামে যৌতুকের দাবীতে স্রীর যৌনাঙ্গে দা,গরম করে ছ্যাঁকা দেয়া সহ শারীরিক নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য পনু(৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মা’কে নির্যাতনে প্রতিবাদ না করে সহযোগিতা করায় মাদকাসক্ত ছেলে রিদয় (২২) কে ও গ্রেফতার করেছে পুলিশ। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(তদন্ত) জানান,নির্যাতনের শিকার ২ সন্তানের জননী গৃহবধূ মার্জিয়া আক্তার ছবি (৪০)একজন মুক্তিযোদ্ধার মেয়ে। থানায় এসে অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্হলে আমরা অফিসার পাঠিয়ে দুপুরে ভিকটিমকে উদ্বার করে হাসপাতালে ভর্তির ব্যাবস্হা করেছি। বাংলাদেশ প্রতিদিনকে নির্যাতনের শিকার মার্জিয়া আক্তার ছবির বাবা মুক্তিযোদ্ধা সামসুউদ্দিন সানু বলেন,বিয়ের পর থেকেই পনু যৌতুকের দাবীতে আমার মেয়েকে বিয়ের কয়েক মাস পর থেকেই শারীরিক নির্যাতন করে আসছে। এ পর্যন্ত ৫লক্ষ টাকার উপরে যৌতুক নিয়েও আরও ২ লক্ষ টাকার দাবীতে প্রতিদিন নির্যাতন করে আসছে বলে উল্লেখ করেন মুক্তিযোদ্ধা সামসুউদ্দিন সানু। গ্রামবাসী জানায়,পনু ও ছবির ছেলে রিদয় (২২) বাবার প্রশয় একজন মাদকসেবী হয়েছে। মা নির্যাতনের প্রতিবাদ না করে নির্যাতনে বাবাকে সহযোগিতা করে আসছে।আজ ১১ টার দিকে ছবিকে দা গরম করে যৌনাঙ্গে ছ্যাঁকা দেয় স্বামী ইউপি সদস্য পনু। ডাকচিৎকার শুনে লোকজন জড়ো হলে বাপ- ছেলের হুমকিতে থামাতে কেউ এগিয়ে আসেনী। এক পর্যায়ে শারীরিক নির্যাতন করে অজ্ঞান অবস্হায় উঠানে ফেলে রেখে গেলে মহিলারা উদ্বার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।