শনিবার, ০৫ Jul ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালের রক্তদাতাদের নিয়ে গঠিত বন্ধু মহল ব্লাড ডোনার্স ক্লাবের নতুন সদস্যদের মাঝে টি শার্ট ও ব্যাচ বিতরন সম্পন্ন হয়েছে।
২১ শে সেপ্টেম্বর সোমবার সকাল ১১ ঘটিকায় বরিশাল নগরীর অন্যতম বিদ্যাপিঠ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী মিলনায়তনে এই কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও মাননীয় অধ্যক্ষ জনাব মুঃমুস্তফা কামাল।
এ সময়ে উপস্হিত ছিলেন প্রফেসর জনাব হারুনুর রশিদ উপদেষ্টা বিএমবিডিসি,প্রফেসর খান শাহিনুল হক উপদেস্টা বিএমবিডিসি,জনাব ইব্রাহিম জুয়েল মাননীয় উপদেষ্টা বিএমবিডিসি কমিটি,সভাপতিঃমোঃ মাহফুজ রায়হান,পারভেজ সিকদার (সাংবাদিক ও সেচ্ছাসেবী), সহ-সভাপতিঃআবদুল্লাহ আরেফিন সহ-সাংগঠনিক সম্পাদকঃইমতিয়াজ সাকিল,ত্রান বিষয়ক সম্পাদকঃ সুজন,সাংস্কৃতিক সম্পাদকঃ ওয়াসিম ইসলাম,আপ্যায়ন বিষয়ক সম্পাদকঃ মারুফ স্বেচ্ছাসেবকঃ নাজিয়া,বাবু,মেহেদি,সহ আরো অনেকে।
উল্লেখ্য ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই রক্তদান সংগঠনটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশের ৩৪ টি জেলা শহরে।সেচ্ছায় রক্তদানে উদ্ধুগ্ধ করা ও রক্ত দান সম্পর্কে সঠিক ধারনা লাভ করা এবং রক্তদাতা তৈরী করাই হলো সংগঠনের মূল লক্ষ্য।