শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
মোয়াজ্জম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় চার মাদক ব্যবসায়ীকে আটককরেছে পুলিশ। রবিবার রাতে এবং সোমবার সকালে এদের আটক করা হয় । এসময় এদের কাছ থেকে দশ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন মো.মিজানুর রহমান হাওলাদার (২৫), মো.কায়েস (২৬), মেহেদী হাসান (২০) ও মো.হাবিবুর রহমান (২১) । এদের মধ্যে মিজানুর রহমান ও কায়েস কে ৫০ পিস ইয়াবা সহ উপজেলার চাকামইয়া ইউনিয়নের কচুপাত্রা থেকে রবিবার রাতে আটক করা হয় । এদের দু’জনের বাড়ী বরগুনার তালতলী উপজেলার বড়বগী গ্রামে। অপরদিকে, মেহেদী হাসান এবং হাবিবুর রহমানকে পৌরশহরের বড় জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে সোমবার সকালে ১০ গ্রাম গাঁজা সহ আটক করা হয় । এরা দু’জনে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ আবাসনের অধিবাসী।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক সুকন্ঠ জানান, আটককৃতরা প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী । তারা পৃথক পৃথক ভাবে মাদক দ্রব্য বিক্রির উদ্দেশ্যে ঘোরাফেরা করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।