বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: দেখার মতো একটি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুর্দান্ত লড়াইয়ে জয় হয়েছে বাংলাদেশের। আগামীকাল একই ভেন্যুতে সিরিজ জয়ের মিশনে নামবে টিম টাইগার। মিরপুর অনেকদিন ধরেই ‘হোম অব ক্রিকেট’ বলে পরিচিত। সেইসঙ্গে ‘লাকি ভেন্যু’ও বটে। ঘরের মাঠের সকল সুবিধা সাকিবরা নিতে পারবে বলে বিশ্বাস স্পিন কোচ সুনী যোশীর। তার আশা, উইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে জাতিকে বড়দিন আর নতুন বছরের উপহার দেবে শিষ্যরা।
আজ শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সুনীল যোশী বলেন, ‘বাংলাদেশ দলের জন্য মিরপুর দারুণ সৌভাগ্যের ভেন্যু। এখানে আমরা অনেক ম্যাচ জিতেছি। এখানকার দর্শকও দলকে প্রবলভাবে অনুপ্রেরণা জোগায়। আমি বলছি না, সিলেটের দর্শকেরা তা পারেনি। তারাও ভালো ছিল। কিন্তু মিরপুরেই ঘরের মাঠের সুবিধা সবচেয়ে বেশি নিতে পারে বাংলাদেশ।’
প্রথম টি-টোয়েন্টিতে সিলেটে ব্যাটে-বলে স্রেফ উড়িয়ে দিয়েছিল বাংলাদেশকে। তাদের পাওয়ার ক্রিকেটের সামনে বাংলাদেশকে মনে হয়েছিল অসহায়। মিরপুরে বাংলাদেশ সেই হারের জবাব দিয়েছেন দারুণভাবে। আগে ব্যাট করে রীতিমতো নিজেদের সর্বোচ্চ স্কোর ২১১/৪ তুলে ফেলে টাইগাররা। জয় আসে ৩৬ রানের। সিরিজে ফেরা সেই জয়ের আবেশ মেখে মানসিকভাবে দারুণ চাঙা হয়ে আছে দল।
সুনীল যোশী জানালেন, ‘গতকাল (বৃহস্পতিবার) আমরা দারুণ খেলেছি। ক্রিকেটারদের খেলার ধরনই গতকাল ভিন্ন ছিল। সিলেটের ম্যাচের চেয়ে মিরপুরে আমাদের যে মানসিকতা দেখা গেছে, তা ছিল অসাধারণ। জয়ের পর দল দারুণ চনমনে হয়ে আছে। সিরিজটা ইতিবাচকভাবে শেষ করতে পারলে আমাদের সবার জন্য সেটি হবে বড়দিন ও নতুন বছরের উপহার।’
এই ম্যাচে বাংলাদেশকে হাতছানি দিচ্ছে দারুণ এক অর্জন। দ্বিপাক্ষিক লড়াইয়ে এখন পর্যন্ত কোনো দলের বিপক্ষে এক সঙ্গে তিন ফরম্যাটে সিরিজ জিতেনি বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজ ইতিমধ্যেই নিশ্চিত করা টাইগারদের এমন দারুণ অর্জন পেতে হলে পারফর্মেন্স ধরে রাখার পরামর্শ যোশীর, ‘আমাদের জিততে হবে। গতকাল যে ব্যাপারগুলো আমরা ভালো করেছি, সে সব ধরে রাখতে হবে। ঘাটতিগুলো শুধরে নিতে হবে। যেখানে শেষ করেছি, সেখান থেকেই শুরু করে সিরিজটি ভালোভাবে শেষ করতে হবে।’