রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৮০৬ জনে। অদ্যাবধি এ জেলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৯৬৭ জন রুগী। জেলায় মৃত্যুবরণ করেছে ৫০ জন ব্যক্তি। আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গৌরনদী উপজেলায় ১ জন স্বাস্থ্যকর্মীসহ ৫ জন, বানারীপাড়া উপজেলায় ১ জন স্বাস্থ্যকর্মীসহ ৪ জন, মুলাদী উপজেলায় ১ জন, বাবুগঞ্জ উপজেলায় ১ জন স্বাস্থ্যকর্মী, হিজলা উপজেলায় ১ জন স্বাস্থ্যকর্মী, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত বাংলাবাজার, আলেকান্দা, কাশীপুর, বগুড়া রোড প্রত্যেক এলাকার ২ জন করে ৮ জন, আমতলা, ধান গবেষণা রোড, বৈদ্যপাড়া, বটতলা, মুসলিমপাড়া, ভাটিখানা, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ১ জন করে ৭ জন, ব্যাংকে কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩ জন নার্স ও ১ জন স্টাফ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১ জন সদস্যসহ মোট ৩৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ পর্যন্ত বরিশাল জেলায় ৮২৫ জন নারী এবং ১৯৮১ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ১৪৭ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ২০৯৬ জন, ৫০ থেকে তার উর্ধে ৫৬৭ জন। আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ২ বছরের শিশু এবং ৬৫ বছরের বৃদ্ধ বয়সী রোগী রয়েছে। বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ২০০৭, সদর উপজেলা ৩৯ জন (রায়পাশা কড়াপুর-৩, শায়েস্তাবাদ-৫, টুংঙ্গীবাড়িয়া-৩, চাঁদপুরা-৪, জাগুয়া-৪, চরকাউয়া-৮ এবং চরমোনাই-৭, কাশিপুর-২, চরবাড়ীয়া-২), উজিরপুর ১৪৬ জন, বাকেরগঞ্জে ১১৭ জন, বাবুগঞ্জ ১০৩ জন, গৌরনদী ৯৫ জন, আগৈলঝাড়া ৭০, মুলাদী ৬৭ জন, বানারীপাড়া ৬৭ জন, হিজলা ৪৮ জন, মেহেন্দীগঞ্জ ৪৭ জনসহ মোট ২৮০৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। অদ্যাবধি এ জেলায় ৫০ জন করোনা পজিটিভ ব্যক্তি মৃত্যুবরণ করেন। বরিশাল মহানগরীর আলেকান্দা এলাকার ৩ জন, রুপাতলী চান্দুর মার্কেট এলাকায় ১ জন, ভাটিখানা এলাকার ৩ জন, রাহাত আনোয়ার হাসপাতালের ১ জন, বাজার রোড এলাকার ১ জন, বাংলাবাজার এলাকার ১ জন, অক্সফোর্ড মিশন রোড এলাকার ১ জন, রুপাতলী হাউজিং এস্টেট এলাকার ১ জন, নতুন বাজার এলাকার ১ জন, মুসলিম গোরস্থান রোড এলাকায় ১ জন, ২৩ নম্বর ওয়ার্ড সাগরদী এলাকায় ২ জন, কাউনিয়া এলাকার ১ জন, অপদা কলোনির বাসিন্দা ১ জন, নবগ্রাম রোড এলাকার বাসিন্দা ১ জন, সদর উপজেলার ১ জন, পুলিশ লাইন ১ জন, শায়েস্তাবাদ ইউনিয়নের ১ জন, মুলাদী উপজেলায় ৪ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১ জন, বাবুগঞ্জ উপজেলায় ৫ জন, গৌরনদী উপজেলায় ৪ জন, বানারীপাড়া উপজেলায় ২ জন, উজিরপুর উপজেলায় ৪ জন, মেহেন্দিগঞ্জ উপজেলায় ৩ জন, আগৈলঝাড়া উপজেলায় ৪ জন, হিজলা উপজেলায় ১ জন। আজ স্বাস্থ্য বিভাগের ৮ জনসহ মোট ৩৫৯ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ৭ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। অদ্যাবধি এ জেলার ৩ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন। অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ১৩ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।