বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ভুয়া ডাক্তারকে এক মাসের কারাদণ্ড গ্লোবাল উইক অব ক্লাইমেট একশনস’র মানববন্ধন ও সভা কুয়াকাটায় অজ্ঞাত ব্যাক্তির অ/র্ধ/গ/লি/ত ম/র/দে/হ উদ্ধার কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত বরগুনায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত সবুজ ছাতিম রোপণের মধ্যে দিয়ে পটুয়াখালীর নতুন ডিসির যাত্রা একাদশ শ্রেণীর ২০২৫-২৬ শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত দেশকে ফ্যাসিবাদমুক্ত করার আগ পর্যন্ত স্বেচ্ছাসেবক দল রাজপথ ছাড়বেনা কুয়াকাটা পৌর জাতীয়তাবাদী ওলামা দলের  কমিটি গঠন কলাপাড়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধিত করেছে কলাপাড়া পুস্তক ব্যাবসায়ী সমিতি তারেক রহমানের নির্দেশে মুমূর্ষু শ্রমিকদল নেতার পাশে জিয়া উদ্দিন সিকদার সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পা ভেঙ্গে ফেলার অভিযোগ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার কলাপাড়ার জহিরুল ইসলাম কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মীসভা কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ’র দাবীতে  নির্বাহী প্রকৌশলীর(পাউবো) সাথে ক্ষতিগ্রস্থ পরিবারের বৈঠক
কোপা আমেরিকার সময়সূচি চূড়ান্ত

কোপা আমেরিকার সময়সূচি চূড়ান্ত

Sharing is caring!

অনলাইন ডেক্স :গত জুন-জুলাইয়ে আর্জেন্টিনা ও কলম্বিয়ায় শুরুর কথা ছিল কোপা আমেরিকার ৪৭তম আসর। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেই সূচি পিছিয়ে দেওয়া হয় এক বছর।

তবে তখনও নির্ধারণ করা ছিল না টুর্নামেন্টের সূচি।  এবার ৪৭তম কোপা আমেরিকার চুড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সূচি প্রকাশ করেছে লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। ২০২১ সালের ১১ জুন শুরু হবে লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের এক মাসের লড়াই। শেষ হবে ১১ জুলাই।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও চিলি। একইদিনে গ্রুপের অন্য দুই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে কোপা আমেরিকা ইতিহাসের সফলতম দল উরুগুয়ে। প্যারাগুয়ের প্রতিপক্ষ বলিভিয়া।

কোপার আগামী বছরের আসরের আয়োজক হিসেবে থাকছে দুই দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়া। ইতিহাসে প্রথমবারের মতো এবার দুই দেশ থাকছে আয়োজক হিসেবে। টুর্নামেন্টের মোট ৩৮ ম্যাচের মধ্যে আসরের ১৮ ম্যাচ হবে আর্জেন্টিনার ৫টি ভেন্যুতে। বাকি ২০ ম্যাচ হবে কলম্বিয়ার ৪ ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচ হবে আর্জেন্টিনার মাটিতে। ফাইনালের আয়োজক কলম্বিয়া।

অংশগ্রহকারী মোট ১২দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। সাউথ ও নর্থ জোন। সাউথ জোনের গ্রুপ পর্বের ১৫ ম্যাচ, ২ কোয়ার্টার ফাইনাল এবং একটি সেমিফাইনাল আয়োজিত হবে আর্জেন্টিনার মাঠে। অন্যদিকে নর্থ জোনের গ্রুপ পর্বের ১৫ ম্যাচ, দুই কোয়ার্টার ফাইনাল, এক সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনাল হবে কলম্বিয়ায়।

আসরে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল আছে নর্থ জোনে। সেলেকাওরা প্রথম ম্যাচ খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে, ১৩ জুন। তাদের পরের ম্যাচ পেরুর বিপক্ষে, ১৭ জুন। ২১ জুন কাতারের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবেন নেইমাররা। ২৪ জুন তাদের প্রতিপক্ষ স্বাগতিক কলম্বিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর। ম্যাচটি হবে ২৮ জুন।

অন্যদিকে আয়োজক হিসেবে ১১ জুন চিলির বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ১৫ জুন দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। প্যারাগুয়ের মুখোমুখি হবে ১৯ জুন। ২২ জুন লিওনেল মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বলিভিয়া।

সাউথ জোন: আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি, বলিভিয়া, প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া
নর্থ জোন: ব্রাজিল, ইকুয়েডর, কলম্বিয়া, কাতার, ভেনেজুয়েলা ও পেরু

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD