মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
‎ফের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে দের ঘন্টা পর বরিশাল – কুয়াকাটা মহাসড়ক ছেড়ে দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলাপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন মহিপুরে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ অবশেষে বদলি পটুয়াখালীর জেলা প্রশাসক ‎খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসায়  নবাগত শিক্ষক-কর্মচারীর যোগদান অনুষ্ঠান কলাপাড়ায় একই রাতে তিন বাড়িতে ডাকাতি।। নগদ টাকাসহ স্বর্নালংকার লুট বাউফলে ডাকাতিকালে বিক্ষুব্ধ জনতার হাতে দুই ডাকাত আটক, নিহত ১ কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াকাটা সৈকতে কম্বল মোঁড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার।। বনে অবমুক্ত কলাপাড়ায় স্বর্ন ব্যবয়াসীর বাড়িতে ডাকাতি, ২৫ ভরি স্বর্নলংকার সহ টাকা লুট বাউফলে নিখোঁজ হওয়া এক কিশোরীর ৩দিন পর মরদেহ উদ্ধার শ্রমিক দলের প্রধান সমন্নয়ক শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় পটুয়াখালী শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা  প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান
কমেছে বংশী-তুরাগ-ধলেশ্বরীর পানি, বেড়েছে নদী ভাঙন

কমেছে বংশী-তুরাগ-ধলেশ্বরীর পানি, বেড়েছে নদী ভাঙন

Sharing is caring!

অনলাইন ডেক্স :বংশী, তুরাগ ও ধলেশ্বরী নদীর পানি গত কয়েক দিন ধরে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় সাভারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

বন্যা পরিস্থিতি উন্নতির ফলে অনেক এলাকা থেকে এরই মধ্যে বন্যার পানি নামতে শুরু করেছে।

তলিয়ে যাওয়া রাস্তা-ঘাটও জেগেছে। এতে করে প্রায় ২০ দিন ধরে পানিবন্দী অবস্থায় থাকা মানুষজনের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরতে শুরু করেছে।

নিম্নাঞ্চলের মানুষ হাঁফ ছেড়ে বাঁচলেও চরম বিপাকে পড়েছে ধলেশ্বরী নদী পাড়ের মানুষজন। বন্যার পানি কমলেও ভাঙনের কবলে পড়ে ফসলি জমিসহ ঘর-বাড়ি যাচ্ছে নদী গর্ভে।

সাভারের ভাকুর্তা ইউনিয়নের নলাগড়িয়া এলাকায় গত সাতদিনে প্রায় দশটি ঘরবাড়ি ধলেশ্বরী নদীতে বিলীন হয়েছে। ভাঙনের শিকার পরিবারগুলো অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছে। ভাঙন আতঙ্কে বহু পরিবার ঘর-বাড়ি ভেঙে নিয়ে অন্যত্র যাচ্ছেন।

বুধবার (১২ আগস্ট) বিকেলে নদী ভাঙন কবলিত ওই এলাকায় সরজমিনে গিয়ে এসব  দেখা গেছে।

এলাকাবাসী জানান, স্থানীয় চেয়ারম্যানসহ ইউপি সদস্যদের বিষয়টি জানানো হলেও নেয়া হয়নি কোনো পদক্ষেপ। তাই দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করার দাবি তাদের।

নলাগড়িয়া এলাকার বাসিন্দা বিল্লালের পিতৃপুরুষের ভিটেমাটি গত কয়েদিন আগে চলে গেছে নদীর গর্ভে। এখন প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি।

বিল্লাল বলেন, প্রথমে বন্যা আসলো, বাড়ির ভেতর পানি উঠলে দুর্ভোগেই ছিলাম বন্যার কয়েকদিন। কিন্তু বন্যার পানি কমার সাথে সাথে নদী ভাঙা শুরু হলো, দুই দিনেই আমার বাড়িসহ আরও কয়েকটা বাড়ি ভেঙে নিয়ে গেলো। শেষে খুব কষ্ট করে ঘর ভেঙে আরেকজনের বাড়িতে আশ্রয় নিয়েছি।

রাজ্জাক নামের আরেক ভুক্তভোগী বলেন, জমি-বাড়ি চলে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখছি, কিছুই করতে পারছি না। এত কষ্টের ভিটেবাড়ি নিমিষেই শেষ। পানি হয়ে গেলো বাড়ির সীমানা। আমরা এলাকাবাসী স্থানীয় প্রতিনিধিদের ভাঙনের বিষয়টি কয়েকবার জানিয়েছি। তবুও তারা কোনো পদক্ষেপ নেয়নি।

ভিটেমাটি ও কৃষি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন রাজ্জাক ও বিল্লালের মতো আরও অনেকেই।

ভাকুর্তা ইউনিয়নের পরিষদের সদস্য মো. আব্দুর রশিদ বলেন, নদী ভাঙনে মানুষ ভিটেহারা হলেও এখনও তারা কোনো সহায়তা পাননি। চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন  বলেন, নদী ভাঙনের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তবে প্রশাসনের কাছ থেকে বরাদ্দ না আসায় ভাঙন প্রতিরোধে কোনো পদক্ষেপ নেয়া সম্ভব নয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নিপা  বলেন, মঙ্গলবার রাতে আমি বিষয়টি জেনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD