শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
পটুয়াখালী সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমে সংরক্ষিত পুরনো দলিল উধাও হওয়ার অভিযোগ উঠেছে। মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে এ দলিল উধাওয়ের ঘটনায় জড়িত রয়েছেন ওই কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে সাতজনকে কর্মবিরতির আদেশ দেয়া হয়েছে।
জানা যায়, পটুয়াখালী সাব-রেজিস্ট্রারের রেকর্ড রুমে সংরক্ষিত আমতলী অফিসের ১৯৫৪ সালের ১৪নং বালামের ১১৯ থেকে ১২২ পৃষ্ঠার চারটি পাতা উধাও হওয়ার খবরটি গত জুন মাসের প্রথম দিকে ছড়িয়ে পড়ে। যার দলিল নং ১৪১৪। ১৮ জুন বিষয়টি রেকর্ডকিপার মহিউদ্দিন জেলা সাব-রেজিস্ট্রার ও রেকর্ড রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্তিক জোয়াদ্দারকে অবহিত করেন।
২১ জুন বিষয়টি জেলা রেজিস্ট্রার মহাসীন আলমকে জানান জেলা সাব-রেজিস্ট্রার কার্তিক জোয়াদ্দার।
২২ জুন এ ঘটনায় আংশিক তদন্ত হয়।
এ ঘটনার পর ২৮ জুন রেকর্ডকিপার মহিউদ্দিন, অফিস সহায়ক শাহজাহান, ওমেদার নাসির তালুকদার, তল্লাশিকারক বশির উদ্দিন মোল্লা, নকলনবিস তৌফিকুল ইসলাম ও তল্লাশিকারক সুজন খন্দকারকে কর্মবিরতির আদেশ দেয়া হয়েছে।