রবিবার, ২৭ Jul ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
বরিশাল জেলার দুইটি উপজেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি একটি পৌরসভায়ও ‘রেড জোন’ চিহ্নিত করা হয়েছে।
বরিশাল স্বাস্থ্য বিভাগের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, বরিশাল জেলার বাবুগঞ্জ ও বানারীপাড়া উপজেলা ‘রেড জোন’ চিহ্নিত করা হয়েছে। এছাড়াও বাকেরগঞ্জ পৌরসভাকেও ‘রেড জোন’ চিহ্নিত করা হয়েছে।
এছাড়া আগৈলঝাড়া, বাকেরগঞ্জ, গৌরনদী, মুলাদী, বরিশাল সদর ও উজিরপুরকে ‘ইয়োলো জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পাশাপাশি হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলাকে ‘গ্রীন জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।
এদিকে একটি জরুরী ঘোষনা দিয়েই বরিশাল স্বাস্থ্য বিভাগ নিজেদের দায়িত্ব সেরেছেন বলে অভিযোগ উঠেছে।
বরিশাল জেলা সিভিল সার্জন ডা: মনোয়ার হোসেন ১৫ জুন জোনিং সিস্টেম গাইডলাইন অনুযায়ী বিভিন্ন দপ্তরে অনুরোধ জানিয়ে একটি ঘোষনা পত্র দিয়েই দায়িত্ব সম্পন্ন করেছেন।
বরিশাল নগরী রেড জোনের আওতায় পরলেও কোনো দপ্তরের পক্ষ থেকে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি বলেও অভিযোগ উঠেছে। পাশাপাশি জরুরী দপ্তরগুলোর সমন্বয়হীণতার কারণে রেড জোন এলাকায় লকডাউন বাস্তবায়িত হচ্ছে না বলে জানিয়েছে একাধিক সূত্র।