বুধবার, ০৯ Jul ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময় মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে… এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালীতে জনজীবন বিপর্যস্ত, উপকূল জুড়ে অতিভারী মাত্রায় বৃষ্টিপাত লঘুচাপের প্রভাবে উপকূলে অতিভারী বৃষ্টিপাত। সমুদ্র বন্দরে ০৩ নম্বর ও নদী বন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ।।১লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড সভাপতি টিপু সম্পাদক অমল কলাপাড়া প্রেসক্লাবের কমিটি গঠন কলাপাড়ায় বিএনপির দিনব্যাপী সাংগঠনিক সভা সৎ এবং সুশিক্ষিত নেতৃত্বের মাধ্যমেই শিক্ষার উন্নয়ন সম্ভব….এবিএম মোশাররফ হোসেন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার  ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ বিসিসি’র ২২নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে লিখনি বজায় রাখবে বাংলানিউজ – মেজবাহ উদ্দিন ফরহাদ
মানবতার বাজারের পর এবার যাত্রা শুরু করলো ‘মানবতার কৃষি’

মানবতার বাজারের পর এবার যাত্রা শুরু করলো ‘মানবতার কৃষি’

Sharing is caring!

মানবতার বাজারের পর এবার যাত্রা শুরু করলো বাসদের ‘মানবতার কৃষি’। যে কর্মসূচিতে ১ লক্ষ ফল ও সবজী চারা বিতরণ ও রোপন করা হবে।

‘বরিশালের কোন জমিই থাকবে না পতিত, সুজে সবুজে ভরে উঠুক প্রতিটি আঙ্গিনা’ এই শ্লোগানে রোববার (১৭ মে) বেলা সাড়ে১১ টায় মানবতার কৃষি নামক এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল জেলার আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন।

এ সময় উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, জেলা সদস্য মিথুন চক্রবর্তী, সন্তু মিত্র, ইমদাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সহসভাপতি মাফিয়া বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগরের সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ।

বাসদ আহবায়ক ইমরান হাবিব রুমন বলেন, এক মুঠো চাল কর্মসূচির আওতায় আমরা ত্রাণ দেয়ার কার্যকরী ও মর্যাদাপূর্ণ প্রক্রিয়া “মানবতার বাজার” শুরু করেছি। আজ রোবাবর (১৭ মে) এক মুঠো চাল কর্মসূচির ৫০তম দিন উপলক্ষে মানবতার বাজারে আমরা ৫০টি পরিবারের শিশুদের জন্য এক মাসের শিশুখাদ্য সরবরাহ করছি। একইসাথে ৫০তম দিন উদযাপনে আমরা ‘বরিশালের কোন জমিই থাকবে না পতিত, সবুজে সবুজে ভরে উঠুক প্রতিটি আঙ্গিন ‘ এই শ্লোগানে করোনা সংকট মোকাবেলায় আমাদের নতুন কর্মসূচি “মানবতার কৃষি” উদ্বোধন করেছি।

তিনি বলেন, আমরা মনে করি এই লকডাউনের সময়ে খাদ্যসংকট দূর করতে কৃষির কোন বিকল্প নেই। সে কারণে আমরা আমাদের মানবতার বাজার থেকে সাধারণ মানুষকে কৃষিতে উৎসাহিত করতে সবজি ও ফলজ বৃক্ষের লক্ষাধিক চারা ও বীজ বিনামূল্যে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছি। এমনকি কোন বাসায় পতিত জমি থাকলে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ভলান্টিয়াররা সেই বাসায় গিয়ে চারা রোপন করে দিয়ে আসবে। রাস্তার পাশে পতিত জমি থাকলে সেখানেও বিভিন্ন চারা রোপন করে দিয়ে আসবে।’

ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, ‘আমরা মনে করি এই মহামারি প্রতিরোধে দুঃস্থ কর্মহীন মানুষের খাদ্যসংকট দূর করতে সরকারি রেশনিং নিশ্চিত করার কোন বিকল্প নেই। আমরা বাসদের পক্ষ থেকে একদিকে এই রেশনিং নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আরেকদিকে আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ও গণমানুষের সহায়তা নিয়ে লকডাউনে কর্মহীন মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। করোনা মহামারি নিকট ভবিষ্যতে দূর হওয়ার কোন সম্ভাবনা দেখা যাচ্ছেনা। সেকারণে আমাদের এই ত্রাণ সরবরাহ কর্মসূচি ‘মানবতার বাজার’ এবং ‘মানবতার কৃষি’ আমরা শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে চাই। আমরা আপনাদের মাধ্যমে বরিশাল ও সারাদেশের মানুষের কাছে আমাদের এ মানবিক আয়োজনে সাধ্যমত অংশগ্রহণ ও সহযোগিতা করার আহবান জানাচ্ছি।’

উল্লেখ্য এক মুঠো চাল ও মানবতার বাজার থেকে ৫০ দিনে ১৫ হাজারের অধিক পরিবারকে খাদ্য সহায়তার জন্য যারা আর্থিকভাবে, বিভিন্ন পরামর্শ দিয়ে এবং স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD