বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
পটুয়াখালীর বাউফলে এক ব্যাক্তির মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল।
মৃত ওই ব্যাক্তির নাম বেল্লাল হোসেন(৪০)। তিনি ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন। তিন দিন পূর্বে অসুস্থ অবস্থায় ট্রলারযোগে ঢাকা থেকে বাউফলের বাহির দাশপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে আসেন।
শুক্রবার রাত আড়াইটার দিকে মৃত্যু বরন করেন তিনি। এরপর শনিবার সকাল ৬টার দিকে অনেকটা গোপনে নিহতের দাফনের কাজ সম্পন্ন করেন তাঁর স্বজনরা।
স্থানীয়রা জানান, মৃত ওই ব্যাক্তি করোনা আক্রান্ত হওয়ায় গোপনে তড়িঘড়ি করে তার লাশ দাফন করা হয়েছে। অবশ্য পরিবারের সদস্যরা জানান, লিভার ও কিডনী রোগে ভুগছিলেন বেল্লাল হোসেন। বিষয়টি নিয়ে আতঙ্কে রয়েছে দাশপাড়া ইউনিয়নের সাধারণ মানুষ।
এ বিষয়ে জানতে দাশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এন এম জাহাঙ্গীর হোসেনকে একাধিকবার ফোন দেয়া হলেও ফোন কলটি রিসিভ করেননি তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, লোক পাঠানো হয়েছিলো কিন্তু দাফন হয়ে যাওয়ায় নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে মৃত ওই ব্যাক্তি করোনার লক্ষন ছিলো না বলে জানান তিনি।