সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
জমি নিয়ে বিরোধের জের ধরে মাদারীপুরের রাজৈরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার ইশিবপুর ইউনিয়নের দিঘীরপাড় মাঝকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাঝকান্দি গ্রামের সাবেক মেম্বার কামাল শেখ ও বাবুল হাওলাদারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে গুরুতর আহত কামাল শেখ (৪০), হেলাল শেখ (৫০), সুজন খালাসী (৩০), হাছান শেখ (২৫), ইছাহাক হাওলাদার (৩২), হাফিজুর রহমান (৩৫) জুয়েল হাওলাদার (৩২), রানা শেখ (২৫) ও সৈয়াদালী শেখসহ ১০ জন রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শওকত জাহান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।