শনিবার, ১০ মে ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
করোনা ভাইরাসের কারণে গ্রামীণ সাপ্তাহিক হাটকে বাঁচিয়ে রাখতে বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে বসেছে সামাজিক দূরত্বের হাট।
বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে মাহিলাড়া ইউনিয়নে সামাজিক দূরত্বের এ হাট চালু করা হয়।
মাহিলাড়া হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, করোনা ভাইরাসের কারণে গৌরনদী উপজেলার দ্বিতীয় বৃহত্তম মাহিলাড়া হাট এতদিন বন্ধ ছিল। কিন্তু গ্রামীণ অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে মাহিলাড়া হাটকে সড়কের উপর থেকে স্থানান্তর করে মাহিলাড়া কলেজ মাঠে নেওয়া হয়েছে। সেখানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা হয়েছে।
সৈকত গুহ আরও জানান, এখানে আগের মতো প্রতি সপ্তাহের বুধ ও শনিবার হাট বসবে। একেকটি দোকানে একজনের বেশি বিক্রেতা ও ক্রেতা যেন ভিড় করতে না পেরে সেজন্য সামাজিক দূরত্বের হাটে গ্রাম পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অপরদিকে মাহিলাড়া ইউনিয়নে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় উপস্থিত ছিলেন গৌরনদীর টিসিবির ডিলার শিশির কুন্ড, ইউপি সদস্য হাসান আল মামুন প্রমুখ।