রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
ক্রাইমসিন২৪:
জমি বিক্রির বায়না করে টাকা নিয়ে প্রতারণা করার অপরাধে এক নারী প্রতারককে সাজা দিয়েছে আদালত। ৬ ডিসেম্বর বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ বিচারাধীন আদালত বিউটি নামে ওই প্রতারককে দুই বছর কারাদণ্ড সহ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাস কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত আসামী হচ্ছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী সালমা সাহান বিউটি ওরফে বিউটি বেগম।তিনি ও তার স্বামীর বিরুদ্ধে ২০১৫ সালের ২ ডিসেম্বর মামলা দায়ের করেন বরিশাল নগরীর পশ্চিম বৈদ্যপাড়া এলাকার আব্দুস সামাদ হাওলাদার। অভিযোগে তিনি বলেন, সালমা জমি বিক্রি করার কথা বলে মৌখিক বায়না করে ২০১৩ সালের ১৭ ফেব্রুয়ারী ১ লাখ ৪০ হাজার টাকা নেয়।জমি দলিল করতে বললে তাল বাহানা করে। শালিস বৈঠক হলে টাকা ফেরত দেয়ার শর্তে পাওনার বিপরীতে চেক দেয়।চেক নগদায়নের জন্য ব্যাংকে জমা দেয়া হলে ব্যালেন্স না থাকায় প্রত্যাখ্যাত হয়।লিগ্যাল নোটিশ দিয়ে টাকা ফেরত চেয়েও ব্যর্থ হয়ে আদালতে মামলা দায়ের করা হয়। আইনগত ত্রুটির কারণে মামলা খারিজ করে আদালত। পুনরায় এ মামলা দায়ের করা হয়। আদালত তিনজনের সাক্ষ্য নিয়ে দোষী সাব্যস্ত করে বিউটিকে সাজা এবং দোষ প্রমাণিত না হওয়ায় তার স্বামী কে বেকসুর খালাস দেয়া হয়। রায়ের সময় পলাতক থাকায় বিউটির বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয় বলে আদালত সূত্র জানায়।