রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
বরিশালে মুক্তিযুদ্ধের চেতনায় স্মৃতিসৌধ ও যাদুঘর উদ্বোধণ করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টায় উজিরপুরে এসব উদ্বোধণ করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
মাস্টার দা সূর্যসেন অনাথ শিশু সদনের আয়োজনে উজিরপুরে মাস্টার দা সূর্যসেন অনাথ শিশু সদনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ স্মরণে বৃটিশ বিরোধী আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের চেতনায় স্মৃতিসৌধ, যাদুঘর, মাস্টার দা সূর্যসেন অনাথ শিশু সদন ছাত্রাবাস ও উঃ মালিকান্দা বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উজিরপুর (ভারপ্রাপ্ত) ইসরাত জাহান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মজিদ শিকদার বাচ্চু, উজিরপুর আওয়ামীলীগের সভাপতি এস, এম, জামাল প্রমূখ।
শুরুতে জেলা প্রশাসক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ স্মরণে বৃটিশ বিরোধী আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের চেতনায় স্মৃতিসৌধ ও যাদুঘরের উদ্বোধন করা হয়।
পরে এক আলোচনা সভা শেষে স্কুলের ও অনাথ শিশু সদনের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন।
বিতরণ শেষে মাস্টার দা সূর্যসেন অনাথ শিশু সদন ছাত্রাবাস ও উঃ মালিকান্দা বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমান।