মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
বরিশাল নগরের রসুলপুর কলোনিতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সমীরণ মন্ডল এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে নগরের রসুলপুর কলোনিতে অভিযান চালায়। অভিযানে কলোনি এলাকার বাসিন্দা ফারুক হাওলাদারের ছেলে পলাশ হাওলাদার এবং মো. দুলাল গাজীর ছেলে সাদ্দাম গাজীকে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।