বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
জাল- জালিয়াতি মামলায় বিসিসির ৩০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবকে সভাপতি জহিরুল ইসলাম ( লিপন ) কারাগারে ।
বিমানবন্দর থানার গনপাড়া এলাকার মৃত রেজাউল করিমের ছেলে মোঃ হুমায়ুন কবির জহিরুল ইসলাম লিপন সহ ৬ জনের বিরুদ্বে জাল- জালিয়াতি মামলা দায়ের করেন । মামলা নং – সি / আর ৭৩ / ২০১৯ ।
ঐ মামলার ৫ নং আসামী বরিশাল মহানগরীর ৩০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবকে সভাপতি জহিরুল ইসলাম ( লিপন ) ।
মামলায় জহিরুল ইসলাম লিপনের বিরুদ্বে আদালত গ্রেফতারি পরোয়ানা সহ মাল-ক্রোকের আদেশ দেন ।
বেশ কিছুদিন পালিয়ে থাকার পর গত ৮ ডিসেম্বর চৌমাথা বাজার এলাকা থেকে বিমানবন্দর থানার এ,এস,আই মিজান গোপন সংবাদের ভিত্তিতে জহিরুল ইসলাম লিপনকে আটক করে ।
পরে গত ৯ ডিসেম্বর আদালত লিপনকে জেল হাজতে প্রেরন করে । লিপনের নামে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও ভূমি দস্যুতার অভিযোগ রয়েছে বলে জানায় মামলার বাদী সহ স্থানীয় এলাকাবাসী ।