রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন
ক্রাইমসিন২৪: মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী সংগঠন জামাত-শিবির এবং তাদের আশ্রয়দাতাদের সমালোচনা করে ছাত্র মৈত্রীর মাধ্যমে নতুন প্রজন্মের নতুন ভোটারদের প্রতি মুক্তিযুদ্ধের পক্ষে ভোটদানের আহ্বান জানান।
আজ (২৫ নভেম্বর) সন্ধ্যা ভদ্রা সরকারি প্রাইমারী বিদ্যালয়ে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ ছাত্র মৈত্রীর ২৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স রাজশাহী-২ আসনের পার্টির মনোনীত প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে এক নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।
তিনি আরো বলেন, “ত্রিশ লক্ষাধিক প্রাণ এবং প্রায় তিন লক্ষাধিক মায়ের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে আমরা মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী, সাম্প্রদায়িক সহিংসতা-জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এবং তাদের আশ্রয়দাতাদের হাতে তুলে দিতে পারিনা, যা ২০০১-০৬ সালে আমাদের অত্যন্ত লজ্জাষ্করভাবে দেখতে হয়েছিল। সে সময় আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক, আমাদের পতাকাকে যুদ্ধাপরাধীর গাড়িতে তুলে দেয়া হয়েছিল। যা কখনোই কাম্য হতে পারে না।”
রাজশাহী মহানগর কমিটির সহসভাপতি এবং ২৬ নং ওয়ার্ড নেতা আরাফাত এইচ. মারুফের সভাপতিত্বে কর্মীসভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি ও রাজশাহী মহানগর সভাপতি মনিরুজ্জামান মনির এবং বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক স¤্রাট রায়হান নিলয় প্রমুখ।
এসময় কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি এবং রাজশাহী মহানগর সভাপতি এএইচএম জুয়েল খান, ছাত্র মৈত্রীর রাজশাহী মহানগর সহসভাপতি ফারহান তানভীর হিমেল, ২৬ নং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ হাসান আলী, ছাত্র মৈত্রীর মহানগর সদস্য আকাশ আলী, জাহিদুল ইসলাম প্রমুখ।