শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪: মুক্তিযুদ্ধ ও উন্নয়নের ধারাকে জয়যুক্ত করতে হবে এবং সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে জননেতা ফজলে হোসেন বাদশাকে জয়যুক্ত করতে হবে।”
এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন,“এবারের নির্বাচন অতীব গুরুত্বপূর্ন। এই নির্বাচনের মধ্যদিয়ে নিশ্চিত হবে রাজশাহী আবারও জঙ্গিবাদি বাংলা ভাইয়ের অভয়ারণ্যে পরিণত হবে নাকি অসাম্প্রদায়িক-শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এই নির্বচনের মাধ্যমে নির্ধারণ হবে রাজশাহীর মানুষ উন্নয়নের ধারাবাহিকতার পক্ষে থাকবে নাকি আবারও যুদ্ধাপরাধী জামাত ও তাদের মদদদাতা বিএনপির লুটেরাগোষ্ঠীকে পুনঃস্থাপন করবে।
আজ (২২ নভেম্বর) বিকেল ৫টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১৩ নং ওয়ার্ডের উদ্যোগে দারুচিনি প্লাজায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স রাজশাহী-২ আসনের পার্টির মনোনীত প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে এক নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।
ওয়ার্ড সভাপতি আনসার আলী বাবুর সভাপতিত্বে এবং যুবনেতা শাহিন শেখের সঞ্চালণায় উক্ত কর্মীসভায় আরো বক্তব্য রাখেন রাজশাহী মহানগর পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য এ্যাড. ফেরদৌস জামিল টুটুল, নগর কমিটির সদস্য আব্দুল মতিন, বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল, বাংলাদেশ ছাত্রমৈত্রীর রাজশাহী মহানগর সভাপতি এএইচএম জুয়েল খান, নারী মুক্তি সংসদ চায়না বেগম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাবেক মহিলা কাউন্সিলর ফিরোজা বেগম, বোয়ালিয়া থানা ওয়ার্কান পার্টির সম্পাদক সিতানাথ বণিক, জাতীয় শ্রমিক ফেডারেশন নেতা বিসু শেখ।