মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের বড়ঢেইল এলাকা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ নভেম্বর) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাদক ব্যবসায়ী বেলাল (৩৫) নীলা ইউনিয়নের হোয়াকিয়া পাড়ার নুর আহম্মদের ছেলে।
প্রাথমিকভাবে দুই গ্রুপের সংঘর্ষে গোলাগুলিতে এই যুবক নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাস বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে ওই এলাকায় গোলাগুলির শব্দ শুনে পুলিশকে জানায় স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করে। তার শরীরে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করছি, মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের গোলাগুলিতে এ হত্যাকাণ্ড হয়েছে।
ওসি জানান, বেলালের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে এবং তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।