সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
সিটি রিপোর্টার মো:হা-মীমঃ
জযবাংলা নামক ফেসবুক পেইজ থেকে তার বিরুদ্ধে অসত্য ও অপপ্রচারের ছড়ানোর অভিযোগ এনে কদমতলী থানায় ২৪/০৪/২০২৫ বৃহস্পতিবার,সাইবার আইনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফাহিম আহমেদ সজল বৃহস্পতিবার নিজে উপস্থিত হয়ে এ জিডি করেন তিনি।
যাহারা জিডি নাম্বার ১৬১৫। ফাহিম আহমেদ সজল তিনি রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন কদমতলী থানাধীন ৫৮ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। জিডির সূত্র ধরে জানা গেছে, ফাহিম আহমেদ সজল এর নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে জয়বাংলা পেইজ থেকে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে হেয়প্রতিপন্ন করা অভিযোগ করা হয়েছে। ফাহিম আহমেদ সজল বলেন, আমার বিরুদ্ধে জয়বাংলা নামক ফেসবুক পেইজ থেকে অপ্রচার করা হয়েছে।
সম্মানের মানহানি করা লক্ষেই এ ধরনের অপ্রচার ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আইন প্রক্রিয়ায় মাধ্যমে এ অপপ্রচারে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান ফাহিম আহমেদ সজল।
এবং তিনি আরো বলেন এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত না থাকায় আপদত বিষয়টি সাধারণ ডাইরীভুক্ত করিয়া রাখা প্রয়োজন ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে প্রয়োজন সাপেক্ষে মামলা করার জন্য পুনরায় আবেদন করবে বলে জানান ফাহিম আহমেদ সজল। কদমতলী থানার এসআই মো:হাসান কবির জানান, ফাহিম আহমেদ সজল এর বিরুদ্ধে জয় বাংলা ফেসবুক পেজ থেকে আপত্তিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পুলিশের সাইবার ইউনিটির মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।