বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
সহযোগিতা ও সহমর্মিতায় ভরে উঠুক পৃথিবী এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত রাফিয়া ফজলুল ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারো পাঁচ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় ।
ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মহানগর বি এন পির যুগ্ম আহবায়ক মোঃ আল আমিনের নেতৃত্বে এই মহতি উদ্যোগ বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশ নেন ফাউন্ডেশনের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা মোঃ আতাউর রহমান আউয়াল এবং ফাউন্ডেশনের সভাপতি মোঃ জসিম উদ্দিন ও অন্যান্য সদস্যবৃন্দ । শীতের তীব্রতায় বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে বাজার রোড সংলগ্ন দপ্তরখানা সড়কে রাফিয়া ফজলুল ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার হতদরিদ্র পরিবারের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয় ।
এ ব্যাপারে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ আল আমিন বলেন , এই সংগঠন আমাদের মৃত মা বাবার নামে প্রতিষ্ঠা করা হয়েছে । যার মূল উদ্দেশ্য হচ্ছে এই সমাজের বঞ্চিত অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরবিচ্ছিন্ন ভাবে কার্যক্রম পরিচালনা করা ।
আমরা হয়ত পুরো চিত্র পাল্টাতে সক্ষম হবোনা কিন্তু দৃষ্টান্ত হিসেবে ধারাবাহিকতা বজায় রেখে সাধ্যের সর্বোচ্চ অবদান রেখে যাবো ।
যা অবলোকনের মাধ্যমে সমাজের বিত্তশালী পরোপকারী লোকজন নির্যাতিত নিষ্পেষিত জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসবে ।
জুলাই বিপ্লব পরবর্তী বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল পর্যায়ের খেঁটে খাওয়া সহজ সরল মানুষের সেবায় রাফিয়া ফজলুল ফাউন্ডেশন ভবিষ্যতে নানাবিধ কর্মসূচী বাস্তবায়ন করবে ইনশা আল্লহ ।