বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
এতিম,বিধবা,প্রতিবন্ধী, অসুস্থ ও অসহায়ের পাশে, মানবতার তরে আমরা। মানবতার কল্যাণে আমরা আছি সবখানে ইনশা-আল্লাহ! এই স্লোগানকে বুকে ধারণ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে “মানবতার তরে আমরা ফাউন্ডেশন MTAF”। তার ই ধারাবাহিকতায় বিগত দিনের মত এবারও বাংলাদেশে বন্যা দূর্গতদের পাশে দাড়িঁয়েছে “মানবতার তরে আমরা ফাউন্ডেশন MTAF” ফেনীর পার্শ্ববর্তী এলাকা মিরসরাই এলাকায় বিভিন্ন স্হান ঘুরে ঘুরে ১ম বার শুকনা খাবার এবং ২য় বার ২শত পরিবারের মাঝে বিরিয়ানী বিতরণ করা হয়েছে।
এছাড়া কুমিল্লার নাঙ্গলকোর্ট উপজেলায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৫কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি আলু, আধা কেজি পিয়াজ ও ৫০০ মিলি সয়াবিন তেল অন্যতম। উক্ত বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মনির হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইব্রাহিম খান, সদস্য মো. সাকিম, আল-আমিন, রাসেল, তারেক, শাওন, আরিয়ান, সগির, জিহাদ প্রমুখ ব্যক্তিবর্গ।