মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
অনলাইন ডেক্স ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর গ্রেপ্তারের খবর পেয়ে রূপগঞ্জের চনপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
রোববার (২৫ আগস্ট) এ বিক্ষোভ মিছিল করে তারা। এর আগে শনিবার (২৪ আগস্ট) রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গণমাধ্যমে সংবাদ প্রচারের পর থেকেই এলাকাবাসী সকাল থেকেই চনপাড়া বিবিসি মাঠে জড়ো হয়। কয়েক হাজার মানুষ এক নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল করে এবং গাজীর ফাঁসির দাবি জানায়।
এলাকাবাসী জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চনপাড়া তথা পুরো রূপগঞ্জে মাদকের আস্তানা গড়ে ওঠে। গত ১৫ বছর চানপাড়া সাধারণ মানুষ মুখ খুলতে পারেনি। সরকার পতনের পর এই পর্যন্ত চনপাড়া এলাকায় মাদক নিষিদ্ধ ঘোষণা করে এলাকাবাসী। গাজী গোলাম দস্তগীর গ্রেপ্তার হওয়ার পর থেকেই সাধারণ মানুষের বিভিন্ন রকমের অভিযোগ দিতে থাকে।