শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন
বরিশাল সদর উপজেলার ৭ নং চরকাউয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মতিউর রহমান তমাল ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আমির খসরু গাজীর নিকট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে মনোনয়ন দাখিল করেন তিনি ।
উল্লেখ্য চরকাউয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি স্বেচ্ছায় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন । আগামী ২৭ জুলাই ইভিএম পদ্ধতি ব্যবহারের মাধ্যমে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ।
এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তমাল বলেন , সাধারণ জনগণের আশা আকাংখার শতভাগ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাবেন ।
আগামীদিনের স্মার্ট বাংলাদেশের স্মার্ট ইউনিয়ন হিসেবে চরকাউয়া ইউনিয়ন কে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে ঢেলে সাঁজাতে চান । এ সময় জনসম্পৃক্ত কার্যক্রম দ্রুততম সময়ে বাস্তবায়ন , বিভিন্ন সামাজিক সমস্যা দূরীকরণ সহ আর্ত মানবতার সেবায় নিরলসভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি ।