শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ঃ
বরিশাল জেলার মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে ১২ লাখ মূল্যের
অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর যৌথভাবে
এ অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মুলাদী উপজেলার
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গত
তিনদিনের অভিযানে দুইটি পাই ও চারটি বেহুন্দী ও একটি চরঘেরা জাল এবং একটি
ট্রলার জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
যার আনুমানিক মূল্য
প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা। জব্দকৃত ট্রলার নিলামে বিক্রি করা হবে।