সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন
শামীম আহমেদ ঃ
বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে সরকারি সংস্থা ট্রেডিং
করর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সেখানে ফ্যামেলি কার্ডের মাধ্যমে এই পণ্য
বিক্রি করা হয়েছে।
আজ বৃস্পতিবার (১৪) মার্চ সকালে পণ্য বিক্রয়ের শুভ উদ্ভোধন করেন প্রধানমন্ত্রীর
জাতীয় পুরস্কারপ্রাপ্ত, জেলার দ্#ু৩৯;বারের শ্রেষ্ঠ, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ
পিকলু।
এসময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাসান আল মামুন, মোঃ
মিজানুর রহমান, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য, সাবেক ইউপি সচিব মাহতাব
হোসেন প্রমুখ।
ইউপি চেয়ারম্যান জানান ইউনিয়নের ১,০৭৬ জন কার্ডধারী পরিবার প্রধানের মাঝে
প্রতি প্যাকেটে থাকবে পাঁচ কেজি চাল, দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল ও
এক কেজি ছোলা বুট ।
প্রতি কেজি চালের দাম ৩০ টাকা প্রতি লিটার সয়াবিন
তেলের দাম ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও ছোলা বুট ৫৫ টাকা হারে বিক্রি করা হবে।