সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
পিঠা,পুলি নাটক গান, মন জমিনে সোনার ধান” এই স্লোগানকে কেন্দ্র করে নানা ধরনের পিঠার গন্ধে ভরপুর এখন বরিশালের শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ। ফেব্রুয়ারির ২২ তারিখ বৃহষ্পতিবার থেকে এখানে শুরু হয়েছে জাতীয় পিঠা উৎসব ও লোক সংস্কৃতি উৎসব-১৪৩০।
জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ বরিশালের আয়োজনে পৃষ্ঠপোষকতা করে সংস্কৃতি মন্ত্রনালয় এবং সার্বিক সহযোগিতা করে জেলা শিল্পকলা একাডেমি বরিশাল।
এবারে মেলায় রয়েছে ৩০টি স্টল। পারিবারিক ঐতিহ্যগতভাবে যারা পিঠা তৈরি করেন, তারাই আছেন স্টলগুলোতে। এগুলোতে মিলবে বরিশালের আদি পিঠার স্বাদ।
এসব পিঠার মধ্যে রয়েছে মালপোয়া, তালের পিঠা, দুধ পুলি, ভাপা, চিতই, ডিম পিঠা, নকশি পিঠা, মুগ পাকন, পাটিসাপটা, লবঙ্গ লতিকা পিঠা সহ বাহারি স্বাদের পিঠা।
লোক সংস্কৃতি উৎসবে রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা মঞ্চে পরিবেশিত হচ্ছে লোক নৃত্য, লোকসংগীতানুষ্ঠান, একক ও সমবেত নৃত্য,কবিতা আবৃত্তি, লালনগীতি,একক সংগীত ও দলীয় সংগীত। বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই উৎসব চলবে ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত।মনোমুগ্ধকর এই আয়োজনে অংশ নিচ্ছে শিল্পকলা একাডেমির ক্ষুদে শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ।