রবিবার, ১৩ Jul ২০২৫, ০২:০০ অপরাহ্ন
আসন্ন বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী আইনজীবী প্যানেল নির্বাচন কমিশন থেকে রবিবার দুপুরে মনোনয়ন সংগ্রহ করেন ।
আইনজীবী সমিতির বর্তমান কমিটির সভাপতি এ্যাড ফয়জুল হক ফয়েজ ও সাধারণ সম্পাদক এ্যাড দেলোয়ার হোসেন মুন্সীর নেতৃত্বে সিনিয়র আইনজীবীবৃন্দ মনোনয়ন সংগ্রহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।
এ্যাড গোলাম কবির বাদল কে সভাপতি এবং এ্যাড খান মুহাম্মদ মোর্শেদ কে সাধারণ সম্পাদক প্রার্থী করে ১১ সদস্য বিশিষ্ট প্যানেল শনিবার সন্ধায় ঘোষণা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ এ্যাড তালুকদার মোহাম্মদ ইউনুস ।
বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এবং হাউজ কমিটির চেয়ারম্যান এ্যাড আনিস উদ্দীন আহমেদ শহীদের সভাপতিত্বে আয়োজিত প্যানেল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি সম্পাদক বৃন্দ সহ সিনিয়র আইনজীবী নেতৃবৃন্দ ।